Advertisement
Advertisement

ব্রেস্ট ক্যানসার সারিয়ে তুলবে, দাবি ভারতীয় কিশোরের

বয়স মাত্র ষোল৷ তাতে কীই বা এলোগেলো৷

16 Year old Indian origin boy Claims to have found the cure for Breast Cancer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 29, 2016 3:26 pm
  • Updated:August 29, 2016 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ষোল৷ তাতে কী-ই বা এলোগেলো৷ অজেয়কে জয় করার এই তো বয়স৷ এটাই তো বিপ্লবের ইতিহাস গড়ার বয়স৷ জীবন নিয়ে নয়, জীবন বাঁচিয়ে৷ এই বাঁচানোর তাগিদ থেকে গবেষণা শুরু করেছিল আমেরিকা প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত কিশোর ক্রতিন নিত্যানন্দম৷ তার দাবি, ব্রেস্ট ক্যানসার সারানোর উপায় আবিষ্কার করে ফেলেছে সে৷

প্রতি বছর প্রায় ৭,৫০০ মহিলাকে ব্রেস্ট ক্যানসারের চিকিৎসা করতে হয়৷ মারণ এই রোগের নানা ধরণের মধ্যে সবচেয়ে মারাত্মক, ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার৷ অন্যান্য ক্যানসারের শুরুর দিকে ওষুধ ব্যবহার করে সারিয়ে তোলা যায়৷ কিন্তু, এই ধরণের ক্যানসারের একমাত্র উপায় রেডিয়েশন, কেমোথেরাপি ও সার্জারি৷

Advertisement

টিউমার দমনকারী জিনকে বলা হয় PTEN৷ যা কেমথেরাপিকে আরও কার্যকর হতে সাহায্য করে৷ ক্রতিন এমন এক থেরাপি আবিষ্কার করার পরিকল্পনা করেছে, যাতে RNA সম্বলিত মেসেঞ্জার মলিকিউল মানবশরীরের ডিএনএ-কে সক্রিয় করে তুলবে ক্যানসারের প্রতিরোধ করার জন্য৷

গত বছর গুগলের আয়োজিত বিজ্ঞান মেলায় সেরা হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত কিশোর৷ সেবারে অ্যালজাইমার এমন টেস্ট আবিষ্কার করেছিল, যাতে রোগের ১০ বছর আগে তার সম্ভাবনা টের পাওয়া যায়৷ এবারে ষোলো বছরের কিশোর পরের লক্ষ্য, আমেরিকার তরুণ বিজ্ঞানীদের দ্য বিগ ব্যাং ফেয়ার জয়৷ সেখানে ক্রতিন এমন সিস্টেম তৈরি করতে চায়, যার মাধ্যমে PTEN ও ID4 –এর এই নতুন পদ্ধতি সবার সামনে তুলে ধরবে সে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement