Advertisement
Advertisement
Delhi Rape

ধর্ষণ করেছিল ছেলে, বদলা নিতে মাকে গুলি নাবালিকার! চাঞ্চল্য দিল্লিতে

তরুণীকে আটক করেছে পুলিশ।

16-Year-old girl shoots at mother of minor boy who raped her in 2021 | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:January 8, 2023 10:02 am
  • Updated:January 8, 2023 11:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছরের বেশি সময় ধরে প্রতিশোধের চাপা আগুন বুকে নিয়ে ঘুরছিল মেয়েটি। সুযোগ পেতেই সেই সেই আগুনের ফুলকি লেলিহান শিখায় পরিণত হল। ধর্ষককে হাতের কাছে না পেয়ে তার মা’কেই গুলি করে বসল বছর ষোলোর তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির (Delhi) ভজনপুরা এলাকায়।

শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির ভজনপুরা এলাকার এক নাবালিকার বিরুদ্ধে স্থানীয় এক মহিলাকে গুলি চালানোর অভিযোগ ওঠে। বছর পঞ্চাশের ওই মহিলা ভজনপুরা এলাকায় একটি মুদির দোকান চালান। গুলিতে আহত হওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাকে নিয়ে হাসপাতালে ছোটেন স্থানীয়রা। বরাতজোরে প্রাণে বেঁচে যান তিনি। এখনও দিল্লির জিবিটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

[আরও পড়ুন: স্বচ্ছতা বজায় রেখেই বাড়ছে আয়! নির্বাচনী বন্ডে তৃণমূলের রোজগার বৃদ্ধি ১২ গুণ]

এদিকে হামলাকারী ওই নাবালিকাকে ততক্ষণে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই মহিলার উপর হামলার কোনও ‘মোটিভ’ খুঁজে পাচ্ছিল না পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর জানা যায় ২০২১ সালে ওই মহিলার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল নাবালিকা। সেসময় অভিযুক্ত ওই ধর্ষকও ছিল নাবালক। তার বিরুদ্ধে পুলিশ (Delhi Police) আইপিসি (IPC) এবং পকসো (POCSO) দুই আইনেই মামলা করে।

[আরও পড়ুন: নেতাজির জন্মদিনে শহিদ মিনারে বিশেষ সমাবেশ সংঘের, কলকাতায় আসছেন মোহন ভাগবত]

কিন্তু পুলিশের তদন্তে সম্ভবত সন্তুষ্ট হতে পারেনি নির্যাতিতা নাবালিকা। তাই শেষপর্যন্ত আইন নিজের হাতেই তুলে নেয় সে। পুলিশ জানিয়েছে, নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে এই হামলার কারণ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে তারা। মেয়েটির কাছে বন্দুক কোথা থেকে এল সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। আইন মেনেই নাবালিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement