Advertisement
Advertisement
বাস

তামিলনাড়ুতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

শেষ পাওয়া খবর অনুযায়ী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জনের।

16 people feared dead in a collision between a Kerala State Road Transport Corporation bus & a truck
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 20, 2020 9:20 am
  • Updated:February 20, 2020 9:20 am

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা তামিলনাড়ুর তিরুপুরে। বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ২০ জনের। এখনও চলছে উদ্ধার কাজ। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে তিরুপুরে অবিনাশে বেঙ্গালুরু থেকে এর্নাকুলামগামী একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। মুহূর্তে দুমড়ে যায় বাসটি। ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটিও। বাসের ভিতরে আটকে পড়েন ৪৮ জন যাত্রীই। তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এদিনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জন বাস যাত্রীর। আহতদের ভরতি করা হয়েছে তিরুপুর হাসপাতালে। শুরু হয়েছে চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement