Advertisement
Advertisement
Exams

গত ৬ বছরে ১৬ পরীক্ষা বাতিল, প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রক

কী কারণে বাতিল হয়েছে পরীক্ষাগুলো?

16 exams had canceled past 6 years

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 23, 2024 4:16 pm
  • Updated:July 23, 2024 4:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কাঠগড়ায় শিক্ষামন্ত্রক! ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত ১৬টি পরীক্ষা ভিন্ন ভিন্ন কারণে বাতিল ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সোমবার খোদ শিক্ষামন্ত্রকের তরফে এই তথ্য স্বীকার করে নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, কোভিড মহামারী, প্রশাসনিক সমস্যা, পরিকাঠামোগত কারণ এবং প্রযুক্তিগত অসুবিধার কারণে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। লোকসভায় ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধির পাঠানো একটি লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিষয়টি জানান শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, ২০১৮ সাল থেকে এনটিএ মোট ২৪০টি পরীক্ষা নিয়েছিল, যাতে পরীক্ষা দেন ৫.৪ কোটি পড়ুয়া। এর মধ্যেই ১৬টি পরীক্ষা বাতিল করল এনটিএ।

Advertisement

[আরও পড়ুন: ‘বিশেষ ক্ষেত্র ছাড়া জামিনে স্থগিতাদেশ নয়’, বড় নির্দেশ শীর্ষ আদালতের

এর মধ্যে অবশ‌্য জয়েন্ট এন্ট্রান্স মেন ২০২০, নিট ইউজি ২০২০, জয়েন্ট এন্ট্রান্স মেন ২০২১ এবং নিট ইউজি ২০২১ করোনার কারণে বাতিল হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী। তবে ২০২১ সালের সিম‌্যাট বাতিলের কারণ ছিল হঠাৎই পরীক্ষার ধরন বদল। ইগনউ-এর পিএইডির পরীক্ষাও প্রশাসনিক গোলযোগের কারণেই বাতিল হয়েছিল বলে জানান তিনি।

Advertisement

এদিকে নিট মামলার তদন্তে নেমে একের পর এক রহস্যের জাল ছিঁড়তে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রশ্ন চুরিতো বটেই প্রশ্নপত্রের সমাধানের জন্য সলভার গ্যাং তৈরি করেছিল এই চক্র। তদন্তে নেমে এই সলভার গ্যাংয়ের ৫ জন মেডিক্যাল পড়ুয়াকে গ্রেপ্তার করেছে এজেন্সি। কয়েকদিন আগে এই গ্যাংয়ের এক মহিলা সদস্যকেও গ্রেপ্তার করা হয়। এই পরিস্থিতিতে বিতর্ক ছড়িয়েছে শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক তথ্য ঘিরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ