ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত জুনেই নতুন করে ক্ষমতায় এসেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার। শনিবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এই বাজেটে ১৬টি নতুন বিল আনতে পারে কেন্দ্র। যার মধ্যে থাকতে পারে বিতর্কিত ওয়াকফ বিল, দুর্যোগ ব্যবস্থাপনা আইন সংক্রান্ত বিল বা অর্থ বিল ইত্যাদি।
শুক্রবার বাজেট অধিবেশন অবশ্য শুরু হবে ২০২৪-২৫ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা দিয়ে। মনে করা হচ্ছে, পরবর্তী সময়ে একে একে পেশ করা হবে বিলগুলি। যার মধ্যে আলাদা করে নিশ্চিত ভাবে নজর থাকবে ওয়াকফ বিলের দিকে। যে বিলে ওয়াকফ আইনের ৪৪টি পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে।
২০২৪ সালের আগস্টে সংসদে প্রথমবার বিলটি পেশ করার পরই বিতর্ক তুঙ্গে ওঠে। বিরোধীরা প্রতিবাদ জানানোয় বিলটি পাঠানো হয়েছিল যৌথ সংসদীয় কমিটির কাছে। এই সপ্তাহেই কমিটি যে প্রতিবেদন পেশ করেছে সেখানে শাসক দলের ১৪টি প্রস্তাব অন্তর্ভুক্ত করার পাশাপাশি বিরোধী দলের ৪৪টি প্রস্তাব বাতিল করে দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই পেশ করা হবে বাজেট অধিবেশনে। ফলে তা নিয়ে বিতর্ক দানা বাঁধবে বলেই মনে করা হচ্ছে।
নজর থাকবে অর্থ বিলের দিকেও। যে বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ব্যাঙ্কিং আইনেও পরিবর্তন করতে বিল আনা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও আরও ১৩টি বিল পেশ করার কথা। যার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও তৈলক্ষেত্র নিয়ন্ত্রণ, উপকূলীয় ও মার্চেন্ট শিপিং বিল, গ্রামোন্নয়নের সঙ্গে জড়িত আনন্দ ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্টের নাম পরিবর্তন করে ত্রিভুবন সমবায় বিশ্ববিদ্যালয় করা এবং এটিকে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার মতো প্রস্তাব রয়েছে বলে জানা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.