Advertisement
Advertisement
Sikkim accident

উত্তর সিকিমে দুর্ঘটনার কবলে সেনার ট্রাক, নিহত ১৬ জওয়ান

বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি।

16 Army personnel lost their lives in a road accident in North Sikkim। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 23, 2022 3:41 pm
  • Updated:December 23, 2022 4:28 pm  

অর্ণব আইচ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় সিকিমে প্রাণ হারালেন ১৬ জন সেনাকর্মী। আহত ৪। ভারতীয় সেনার (Indian Army) তরফে পেশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিকিমের (North Sikkim) জেমায় এক সেনা ট্রাক বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারের পাশে রয়েছে সেনা। 

জানা গিয়েছে, শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুর উদ্দেশে পাড়ি দেয় তিনটি সেনা ট্রাকের কনভয়। কিন্তু জেমায় আসার পর সেখানে আচমকা দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়। দ্রুত আহত সেনাকর্মীদের আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে চারজন জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু মৃত্যু হয়েছে ১৩ জন সেনা ও তিনজন জুনিয়র কমিশন অফিসার। 

Advertisement

[আরও পড়ুন: উত্তর সিকিমে দুর্ঘটনার কবলে সেনার ট্রাক, নিহত ১৬ জওয়ান]

Army truck

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোকপ্রকাশ করেছেন এই ঘটনায়। তিনি জানিয়েছেন, ‘দেশ তাঁদের সেবা দায়বদ্ধতার প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ। মৃতদের পরিবারকে আমার সান্ত্বনা জানাই। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

[আরও পড়ুন: মিলল স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন, বুস্টার ডোজ হিসেবে আসছে ন্যাজাল ভ্যাকসিন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement