সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই জ্বলছে কাশ্মীর উপত্যকা৷ প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সেনা জওয়ানদের৷ প্রায় ৮ মাস ধরে উপত্যকায় জারি রয়েছে কারফিউ৷ তবুও ইতি পড়েনি পাথর ছোড়ায়৷ সেই ঘোলাজলে মাছ ধরতে খামতি রাখছে না পাকিস্তান৷ জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়াতে ও নাশকতার জন্য সীমান্তের ওপারে তৈরি প্রায় ১৫০ জন জঙ্গি৷ যেকোনও মুহুর্তে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালাতে পারে তারা৷ এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷
[দুর্ঘটনায় খুলে বেরিয়ে এসেছিল হার্ট, অস্ত্রোপচার করে স্বাভাবিক জীবনের পথে যুবক]
কাশ্মীর উপত্যকার সুরক্ষার দায়িত্বে থাকা ভারতীয় সেনার ১৫ কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জে এস সান্ধু জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরের ‘টেরর লঞ্চপ্যাড’গুলিতে ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি হচ্ছে প্রায় ১৫০ জন জেহাদি৷ জম্মুর পুঞ্চ ও রাজৌরির ভারত-পাক সীমান্ত দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ চালাতে পারে বলে মনে করা হচ্ছে৷ তিনি আরও জানিয়েছেন, গতবছরের তুলনায় এবছর অনুপ্রবেশের ঘটনা কিছুটা হ্রাস পেয়েছে৷ সীমান্তে জওয়ানদের কড়া পাহারা ও প্রবল বরফ পড়ায় অনুপ্রবেশকারীরা বিশেষ সুবিধা করতে পারেনি৷
উল্লেখ্য, অশান্ত কাশ্মীরের পরিস্থিতি শোধরাতে বড় পদক্ষেপ নিল মেহবুবা মুফতি সরকার৷ গ্রেপ্তার করা হল বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবিকে৷ জন নিরাপত্তা আইনে বৃহস্পতিবার আসিয়াকে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ৷ উপত্যকায় অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে উপত্যকায় মানুষকে প্ররোচিত করছেন তিনি৷ বিশেষ করে উপত্যকার মহিলাদের নানাভাবে উসকানি দিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে৷
[বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে জঙ্গিদমনে চলছে অপারেশন ‘ঈগল হান্ট’]
প্রসঙ্গত, নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় ভারতীয় সেনাঘাঁটিতে এদিন হামলা চালিয়েছে জঙ্গিরা৷ এদিন ভোর চারটে নাগাদ সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা৷ জঙ্গিদের গুলিতে তিন ভারতীয় সেনা শহিদ হয়েছেন৷ জঙ্গিরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে উরি হামলার কায়দায় ভারতীয় সেনাঘাঁটি আক্রমণ করে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের৷ সেনার পাল্টা গুলিতে দুই জঙ্গিও নিকেশ হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.