Advertisement
Advertisement

পুরনো নোট নিতে নারাজ বাবা, শোধ নিতে ধর্ষণ মেয়েকে

৫০০ টাকার নোট নিয়ে বচসা বাবার সঙ্গে৷ তার জেরে ধর্ষিতা হতে হল এক কিশোরীকে৷

15 Year Old Girl Raped in Badaun after tiff over Rs 500 note

প্রতীকী ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2016 6:27 pm
  • Updated:November 24, 2016 6:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল ৫০০ টাকার নোট নিয়ে বচসা বাবার সঙ্গে৷ তার জেরে ধর্ষিতা হতে হল এক কিশোরীকে৷ বদায়ুনের এ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য৷

নোট বাতিলের পর গোটা দেশ জুড়েই নানা ঘটনা ঘটছে৷ তবে তা সবই সাধারণ মানুষের ভোগান্তির ছবি৷ সে সবের মধ্যেই নজিরবিহীন এ ঘটনা ঘটল বরেলির বদায়ুনে৷ পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর পরিবার ঘুঁটে বিক্রি করেছিল তিন প্রতিবেশীকে৷ তার দাম হিসেবে পুরনো ৫০০ টাকার নোট দিতে চায় তারা৷ প্রত্যাশিতভাবেই সে নোট নিতে অস্বীকার করেন কিশোরীর বাবা৷ সে নিয়ে বেশ খানিকটা ঝামেলাও হয়৷ এরপর ওই কিশোরীর মা-বাবা জরুরি দরকারে হাসপাতালে যান৷ সে সময় কিশোরীটি বাড়িতে একলাই ছিল৷ এরই সুযোগ নিয়ে যৌন হেনস্তা করা ওই কিশোরীর৷ জানা যাচ্ছে, অভিযুক্ত নবম শ্রেণির ছাত্র৷ ওই কিশোরীকে বাড়ি থেকে একটু দূরে ডেকে নিয়ে যায় সে৷ তারপরই ধর্ষণ করে ওই নাবালিকাকে৷

Advertisement

রাতে মা-বাবা বাড়ি ফিরলে পুরো ঘটনা জানায় নির্যাতিতা৷ এরপরই  এফআইআর দায়ের করা হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement