Advertisement
Advertisement

Breaking News

Jammu and Kashmir

পুঞ্চ হাইওয়ে থেকে খাদে পড়ল যাত্রীবাহী বাস, কাশ্মীরের ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ২১ 

উদ্ধারকাজে নেমেছে স্থানীয় প্রশাসন।

21 Killed after Bus Rolls Down in Jammu and Kashmir
Published by: Kishore Ghosh
  • Posted:May 30, 2024 3:59 pm
  • Updated:May 30, 2024 8:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস। মৃত কমপক্ষে ২১ জন। আহত আরও ৪৭। শুরু হয়েছে উদ্ধারকাজ। আখনুর এলাকায় হাইওয়েতে টান্ডা মোরের কাছে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় প্রশাসনের কর্মীরা।

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের হাথরস থেকে আসছিল বাসটি। আহতদের উদ্ধার করে আখনুর হাসপাতাল ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। উল্লেখ্য, বৃহস্পতিবারই জম্মু স্টেশনে লাইনচ্যূত হয় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। যদিও ওই ঘটনায় হতাহতের খবর নেই। যদিও পুঞ্চ হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও ৪২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। প্রয়োজনে সেনার কপ্টারে শ্রীনগরে নিয়ে যাওয়া হতে পারে তাঁদের।ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, কতখানি গতিতে ছুটছিল বাসটি তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়।   

Advertisement

[আরও পড়ুন: ‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং এমন বাক্য?]

এদিন সীমান্তের ওপারেও ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। পাকিস্তানে সংকীর্ণ পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। আহতের সংখ্যা কমপক্ষে ২০। দুর্ঘটনায় জখমদের চিকিৎসা চলছে হাসপাতালে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রশাসনের।

 

[আরও পড়ুন: ‘আমাদের দোষ’, কার্গিল যুদ্ধ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি পাক প্রধানমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement