প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিহত অন্তত ১৫ জন। আহত হয়েছেন ৪০ জন। তাঁদের দ্রুত হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়া জেলায়। প্রশাসন সূত্রে খবর, সুহাগি পাহাড়ি এলাকায় ৩০ নম্বর জাতীয় সড়কে ট্রলির সঙ্গে প্রচণ্ড সংঘাত বাঁধে একটি যাত্রীবাহী বাসের। সংঘাতের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, যাত্রীবাহী বাসটি সঙ্গে সঙ্গে উলটে যায়। ঘটনাস্থলেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
MP | 14 dead, 40 injured in a collision b/w a bus & trolley near Suhagi Pahari in Rewa. Of the 40 injured, 20 admitted to a hospital in Prayagraj (UP). Bus was going from Hyderabad to Gorakhpur. All people on the bus are reportedly the residents of UP: Navneet Bhasin, SP Rewa pic.twitter.com/z7M8AhKJWJ
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 22, 2022
রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। হায়দরাবাদ থেকে গোরক্ষপুর যাচ্ছিল বাসটি। জানা গিয়েছে, যাত্রীদের অধিকাংশই শ্রমিক। দীপাবলী উপলক্ষে বাড়ি ফিরছিলেন তাঁরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।
#UPDATE | Death toll in the incident of collision between a bus and trolley truck rises to 15: Navneet Bhasin, SP Rewa (in pic 1 – file)#MadhyaPradesh pic.twitter.com/cbAIvqF85x
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 22, 2022
উল্লেখ্য, গত জুলাই মাসেও এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয় মধ্যপ্রদেশ। ব্রিজের রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ে যায় একটি বাস। ওই ঘটনায় প্রাণ হারান অন্তত ১৩ জন যাত্রী। তবে উদ্ধার করা হয় ১৫ জনকে। বাসটি যাত্রী বোঝাই হয়ে ইন্দোর থেকে রওনা হয়ে পুণের উদ্দেশে যাচ্ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.