Advertisement
Advertisement

Breaking News

Gujarat accident

মধ্যরাতে মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটে! ফুটপাথে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, মৃত ১৫

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

15 dead, 6 injured after truck runs over labourers sleeping on footpath in Gujarat’s Surat | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 19, 2021 8:43 am
  • Updated:January 19, 2021 1:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটের (Gujarat) সুরাটে (Surat)। মধ্যরাতে ফুটপাথে (Footpath) ঘুমন্ত মানুষদের উপরে উঠে পড়ল ট্রাক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৬ জন। পুলিশের দেওয়া প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সুরাটের কোসাম্বায় মধ্যরাতে একটি ট্রাক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে ঘুমন্ত মানুষদের উপরে। অন্তত ১৩ জনের মৃত্যুর কথা প্রাথমিক ভাবে জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়েছে।

জানা গিয়েছে, মৃতরা সকলেই রাজস্থানের বান্সওয়াদা জেলার বাসিন্দা। তাঁরা পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাটে কাজ করতে এসেছিলেন। সুরাটের পুলিশ সুপারিন্টেনডেন্ট সিএম জাদেজা জানিয়েছেন, ”আখবোঝাই ওই ট্রাকটির সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগলে সেটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তে সেটি ফুটপাথে ঘুমন্ত মানুষদের পিষে দেয়।” প্রাথমিক ভাবে ১৩ জনের মৃত্যু হলেও পরে আহতদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয়। বাকি আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।

Advertisement

[আরও পড়ুন: এবার সাধারণতন্ত্র দিবসে কৌশল প্রদর্শন করবে অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান]

গতকাল রাতে রোজকার মতো সারাদিনের কাজের শেষে শ্রমিকরা ফুটপাথে ঘুমিয়ে ছিলেন। ঠিক সেই সময়ই দুর্ঘটনা ঘটায় কারও পক্ষেই সরে যাওয়া সম্ভব হয়নি। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী। তাঁরা উদ্ধারকার্য শুরু করেছেন। তাঁদের সঙ্গে স্থানীয় জনতাকেও হাত লাগাতে দেখা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, ”সুরাটের ট্রাক দুর্ঘটনা মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করি।” সেই সঙ্গে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেন তিনি।

এই দুর্ঘটনা ফিরিয়ে দিল গত মে মাসে ঔরঙ্গাবাদের ভয়াবহ দুর্ঘটনা। লকডাউনের সময় বাড়ির পথে চালানো ক্নান্ত পরিযায়ী শ্রমিকরা রেললাইনেই ঘুমিয়ে পড়লে ভোরবেলার ট্রেন পিষে দেয় তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ১৬ জনের। সেই মর্মান্তিক স্মৃতিই যেন ফিরে এল জানুয়ারির মাঝরাতে, গুজরাটে।

[আরও পড়ুন: ‘চ্যাট’ কাণ্ডে অর্ণবের বিরুদ্ধে দায়ের মামলা, যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement