সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে ফের হামলা চালাল মাওবাদীরা। ভয়াবহ হামলায় মৃত অন্তত ১৬ জওয়ান। আহত অনেকেই। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নজরদারি চালানোর সময় নিরাপত্তারক্ষীদের কনভয় টার্গেট করে আইইডি বিস্ফোরণ ঘটায় মাও জঙ্গিরা। এর ফলে দুটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ‘সি-৬০’ ইউনিটের ১৬ জন কমান্ডোর। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ শেষ পাওয়া খবর মোতাবেক, নিরাপত্তারক্ষীদের সঙ্গে তীব্র গুলির লড়াই চলছে৷ গতকাল রাতে ওই এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে প্রায় ৩৬টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা৷ সেই জায়গায় পাঠানো হয়েছিল কুইক রেসপন্স টিমের কমান্ডোদের৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোন কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
উল্লেখ্য, কয়েকদিন আগেই, ২০২৩ সালের মধ্যে দেশ থেকে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করা হবে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তারপরই হামলায় উঠছে একাধিক প্রশ্ন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র সরকার যাই দাবি করুক না কেন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ফের শক্তি বাড়াচ্ছে লাল সন্ত্রাস। নিরাপত্তারক্ষীদের নিশানা করতে নয়া পন্থা নিয়েছে মাওবাদীরা। জানা গিয়েছে, জওয়ানদের বিভ্রান্ত করতে জঙ্গলে কুশপুতুল ছড়িয়ে রাখছে মাওবাদীরা। এই কুশপুতুলের কাছাকাছি এলাকার মাটিতে আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল মাওবাদীরা৷ যাতে জঙ্গলে টহলদারির সময় ভুল করে এগুলির উপর নিরাপত্তারক্ষীদের পা পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে৷
16 security personnel killed as Naxals trigger IED blast in Maharashtra’s Gadchiroli
Read @ANI Story | https://t.co/EqltbpqFE2 pic.twitter.com/0Q0rLE4wCd
— ANI Digital (@ani_digital) May 1, 2019
— ANI (@ANI) May 1, 2019
Strongly condemn the despicable attack on our security personnel in Gadchiroli, Maharashtra. I salute all the brave personnel. Their sacrifices will never be forgotten. My thoughts & solidarity are with the bereaved families. The perpetrators of such violence will not be spared.
— Chowkidar Narendra Modi (@narendramodi) May 1, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.