সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে ফারুকাবাদে ‘পণবন্দি‘ ১৫টি শিশু-সহ কয়েকজন মহিলা। অভিযোগ, মেয়ের জন্মদিনের পার্টিতে ডেকে ওই শিশু এবং মহিলাদের ‘পণবন্দি’ করা হয়। পুলিশ সূত্রে খবর, জন্মদিনের পার্টির আয়োজন করেছিল খুনের সাজাপ্রাপ্ত জামিনে মুক্ত এক ব্যক্তি। মহিলা এবং শিশুদের উদ্ধার করে গেলে ওই ব্যক্তি গুলি এবং বোমা ছুঁড়তে শুরু করে। তাতে এক গ্রামবাসী এবং তিনজন পুলিশকর্মী জখম হয়েছেন। পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মেয়ের জন্মদিন রয়েছে এই অজুহাতে মোট ১৫ জন শিশু-সহ বেশ কয়েকজন মহিলাকে নিমন্ত্রণ করে সুভাষ বাথম নামে এক ব্যক্তি। নিমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার দুপুরে করথিয়া গ্রামের নিমন্ত্রিতরা সুভাষের বাড়িতে যায়। রীতিমতো আপ্যায়ন করে একটি ঘরে নিয়ে যায় সুভাষ। ঘরের ভিতরে সকলে ঢুকেও যায়।
অভিযোগ, সেই সুযোগে বাইরে থেকে ঘরটি বন্ধ করে দেয় সুভাষ। এদিকে, নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। তখনই টনক নড়ে আমন্ত্রিতদের পরিজনদের। সুভাষের বাড়ির সামনে যায় নিমন্ত্রিতদের পরিবারের লোকজন। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই জানলা দিয়ে গুলি চালাতে শুরু করে সুভাষ। তাতে এক গ্রামবাসী জখম হন।
#UPDATE: The person who is holding more than 15 children & a few women hostage at a house, opened fire at and threw a hand grenade at police. 3 police personnel & a villager injured. The person had invited the children to his house, on his daughter’s birthday. Police operation on https://t.co/UijF0FRDrF
— ANI UP (@ANINewsUP) January 30, 2020
খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সুভাষ বাথমের বাড়ির কাছে পৌঁছনো মাত্রই প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বাড়ির ভিতর থেকে বোমা ছুঁড়তে থাকতে সুভাষ। বোমার প্লিন্টারে গুরুতর জখম হন তিন পুলিশকর্মী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে পুলিশকর্মীদের। এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। ওই বাড়িটি ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী। এ প্রসঙ্গে এডিজি (আইনশৃঙ্খলা) বলেন, “অভিযুক্ত সুভাষ বাথম খুনে অভিযুক্ত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। আপাতত জামিনে মুক্ত সুভাষ। ছাড়া পাওয়ার পরই মেয়ের জন্মদিনের পার্টির নাম করে ১৫ জন শিশু-সহ বেশ কয়েকজন মহিলাদের নিমন্ত্রণ করে। তারপরই পণবন্দি করে তাঁদের।”
ADG law & order PV Ramashastry: The man had been sentenced to life imprisonment in a murder case & he was out on a bail. He had called the children on the pretext of a birthday party&held them hostage. He opened fire on villagers. DM, SSP&Police force are present near his house. pic.twitter.com/oTWBWLZRKn
— ANI UP (@ANINewsUP) January 30, 2020
আপাতত লখনউ থেকে ফারুকাবাদ গিয়েছে এটিএস। জেলাশাসকও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে।
ADG law & order PV Ramashastry on children kept as hostage at a house in Farrukhabad: Anti-Terrorism Squad (ATS) team is about to reach there&requisition of National Security Guard (NSG) has been sought. Entire state machinery is looking into the matter&it will be solved soon. pic.twitter.com/x2d7LMLL0e
— ANI UP (@ANINewsUP) January 30, 2020
এদিকে, এই ঘটনার পরই জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছেন তিনি।
CM Yogi Adityanath had called a high level meeting over Farrukhabad incident. Chief Secy, Principal Secy (Home), DGP, ADGP Law & Order were present. CM also talked to the DM & SP. (file pic)
A man is holding over 15 children hostage at a house in a village in Farrukhabad. pic.twitter.com/kyCNoINAyf
— ANI UP (@ANINewsUP) January 30, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.