Advertisement
Advertisement
Assam accident

ভয়ংকর দুর্ঘটনা অসমে, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ১৪

বাসটির যাত্রীরা পিকনিক করতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।

14 killed, 27 injured as bus carrying 45 people collides with truck in Assam। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:January 3, 2024 8:51 am
  • Updated:January 3, 2024 9:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা আসামে। ৪৫ জন যাত্রীবাহী একটি বাস রাজ্যের দেরগাঁওয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত ২৭।

জানা যাচ্ছে, বাসটি পিকনিকের উদ্দেশে বালিজান থেকে আঠখেলিয়ায় যাচ্ছিল। ভোর পাঁচটা নাগাদ আচমকাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের সকলেরই চোট গুরুতর বলে মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনীর নিয়োগকে ‘অবৈধ’ বলছেন শুভেন্দু, ‘ওর গা জ্বলছে’, পালটা কুণালের]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৩টে নাগাদ রওনা হয় বাসটি। প্রায় পিকনিক স্পটে পৌঁছেও গিয়েছিল সেটি। আচমকাই এক কয়লা বোঝাই ট্রাক সামনে চলে আসে। সঙ্গে সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে। আর তাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। 

[আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগে ৭.৫ কোটির দুর্নীতি! ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর যোগ খুঁজে পেল ইডি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement