Advertisement
Advertisement
Mumbai

রেলের জমিতে বেআইনি বিলবোর্ড! মুম্বইয়ে হোর্ডিং ভেঙে মৃত বেড়ে ১৪

গোটা ঘটনায় চুপ বিলবোর্ড টাঙানো সংস্থা।

14 died after huge hoarding collapsed in Mumbai

ছবি: সংগৃহীত

Published by: Anwesha Adhikary
  • Posted:May 14, 2024 10:45 am
  • Updated:May 14, 2024 10:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর ধুলোঝড়ে বিপর্যস্ত মুম্বই (Mumbai)। বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। আহতের সংখ্যাও লাফিয়ে বেড়েছে। অন্তত ৭০ জন জখম হয়েছেন বিলবোর্ড ভেঙে পড়ে। এহেন পরিস্থিতিতে জানা যাচ্ছে, মুম্বই কর্পোরেশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট সার্টিফিকেট ছাড়াই ওই বিশাল বিলবোর্ড টাঙিয়েছিল একটি সংস্থা।

সোমবার বিকেলে ঝড়ের দাপটে পরিত্রাহি অবস্থা হয় বাণিজ্যনগরীর বাসিন্দাদের। প্রবল হাওয়ার দাপটে ঘাটকোপর এলাকায় ভেঙে পড়ে একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। আশপাশের এলাকার অনেকেই চাপা পড়েন ১০০ ফুট বিলবোর্ডের তলায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আপাতত ১৪ জনের মৃত্যু হয়েছে বিলবোর্ড চাপা পড়ে। আহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দশাশ্বমেধ ঘাটে পুজো, ‘অভিজিৎ মহরতে’ মনোনয়ন জমা দেবেন মোদি

তবে এই বিপর্যয়ের মধ্যেই প্রশ্ন উঠছে বিলবোর্ড লাগানো নিয়ে। জানা গিয়েছে, ইগো মিডিয়া নামে একটি সংস্থা ওই বিলবোর্ড টাঙিয়েছিল। কিন্তু ওই এলাকাটি পুলিশ ওয়েলফেয়ার কর্পোরেশনকে লিজে দিয়েছিল মহারাষ্ট্র সরকারের পুলিশ হাউজিং বিভাগ। তবে ওই চত্বরে চারটি হোর্ডিং টাঙাতে ইগো মিডিয়াকে অনুমতি দিয়েছিলেন রেল পুলিশের এসিপি। কিন্তু এই হোর্ডিং টাঙানোর আগে মুম্বই কর্পোরেশনের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেয়নি ইগো মিডিয়া।

বিতর্কিত চারটি হোর্ডিংয়ের মধ্যে একটিই ভেঙে পড়েছে সোমবার। ইতিমধ্যেই ইগো মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুম্বই পুলিশ। পাশাপাশি রেল পুলিশের এসিপি এবং রেলওয়ে কমিশনারকে নোটিস পাঠিয়েছে মুম্বই কর্পোরেশন। বিলবোর্ড টাঙানোর অনুমতি বাতিল করতে অনুরোধ করা হয়েছে ওই নোটিসে। তবে ইগো মিডিয়ার তরফে গোটা বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: চিনকে রুখতে ইরানের সঙ্গে বন্দর চুক্তি, ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement