Advertisement
Advertisement

Breaking News

Accident

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে মৃত ১৪

টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

14 dead after vehicle falls into gorge in Uttarakhand। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 22, 2022 1:30 pm
  • Updated:February 22, 2022 1:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা (Accident) উত্তরাখণ্ডে (Uttarakhand)। বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি গাড়ি। মঙ্গলবার সকালের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে।

ঠিক কী হয়েছিল? কুমায়ূনের পুলিশ কর্তা নীলেশ আনন্দ ভারনে জানিয়েছেন, ওই গাড়িটি একটি বিয়েবাড়ি থেকে ফিরছিল। সেই সময়ই চম্বাবত জেলার সুখিঢাং রিঠা সাহিব রোডের কাছে একটি খাদে সেটি পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি লেখেন, ”উত্তরাখণ্ডের চম্পাবতে ঘটনা দুর্ঘটনা হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে আমি তাঁদের পরিজনকে আমার শোক-সমবেদনা জানাই। স্থানীয় প্রশাসন উদ্ধারকার্য চালাচ্ছে।”

[আরও পড়ুন: হামলার ঝুঁকি, রাম রহিমকে জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা দিল হরিয়ানা সরকার]

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এই ধরনের আরও দু’টি দুর্ঘটনা ঘটেছিল উত্তরাখণ্ডে। বাগেশ্বর জেলায় হওয়া একটি দুর্ঘটনায় ৫ জন বাঙালি পর্যটকের মৃত্যু হয়। আহত হন ১৫ জন। দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল।

এছাড়াও আরও একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। আহত হয়েছিলেন বহু। সেবারও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের ঘোষণা করেছিলেন। আহতদের দেওয়া হয়েছিল ৫০ হাজার টাকা করে।

[আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন সংঘাতের আঁচ শেয়ার বাজারে, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement