সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা গুনতে লাগল দুটি মেশিন। তারপর ছটা সুটকেশে ভরা হল সেই টাকা। তাতেও হল না। আনা হল আরও খান চারেক স্টিলের ট্রাঙ্ক। তিনটি গাড়ি বোঝাই করে সেই কালো টাকা নিয়ে ফিরলেন আয়কর দফতরের আধিকারিকরা। দিল্লির এক ল’ ফার্ম থেকে উদ্ধার হল প্রায় ১৪ কোটি টাকা।
উদ্ধার হওয়া টাকার মধ্যে ২.২ কোটি টাকা নতুন নোট। অর্থাৎ প্রায় ১১ হাজার ২০০০ টাকার নোট মিলেছে দিল্লির ওই আইনজীবীর থেকে। যখন গোটা দেশে ব্যাঙ্কে ব্যাঙ্কে পর্যাপ্ত টাকার জোগান নেই, তখন এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
দিল্লির আইনজীবী রোহিত ট্যান্ডন গত অক্টোবরে প্রায় ১২৫ কোটি টাকা উপার্জন ঘোষণা করেছিলেন। তখন থেকেই আয়কর দফতরের নজর ছিল তাঁর উপর। এরপর নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে তাঁর বিলাসবহুল ল’ ফার্মে অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিরা। সেই সময় আইনজীবী নিজে অবশ্য সেখানে হাজির ছিলেন না। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি অবশ্য জানাচ্ছেন এই পরিমাণ টাকা তাঁর একার নয়। তাঁর বেশ কিছু ক্লায়েন্টের টাকাও এখানে আছে বলে দাবি আইনজীবীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.