Advertisement
Advertisement
মোহন ভাগবত

‘১৩০ কোটি দেশবাসীই হিন্দু’, বলছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

এপ্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্বদেশী সমাজ' বইয়ের কথাও উল্লেখ করেন তিনি।

130 crore Indians are Hindu society: Mohan Bhagwat
Published by: Soumya Mukherjee
  • Posted:December 27, 2019 12:03 pm
  • Updated:December 27, 2019 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় নাগরিক পঞ্জি(NRC) ও সংশোধিত নাগরিকত্ব আইন(CAA) নিয়ে চলতি বিতর্কের মধ্যে ফের নতুন বিতর্ক উসকে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। দেশের ১৩০ কোটি জনগণকেই তিনি হিন্দু বলে মনে করেন বলে দাবি করেছেন। বৃহস্পতিবার তেলেঙ্গানার সারুরনগর স্টেডিয়ামে আয়োজিত এই কর্মশালায় যোগ দেন ২০ হাজার আরএসএস কর্মী।

হায়দরাবাদে আয়োজিত আরএসএসের ‘বিজয় সংকল্প’ সভায় উপস্থিত হয়ে হিন্দুত্ব ইস্যুতেই জোর দেন তিনি। বলেন, ‘ধর্ম আর সংস্কৃতির ভেদ বাদে যে মানুষদের জাতীয়বাদী উদ‌্যম রয়েছে। যাঁরা দেশের সংস্কৃতি ও তার ঐতিহ্যকে সম্মান করেন তাঁরাই হিন্দু। অবশ‌্যই হিন্দু। আরএসএস মনে করে ১৩০ কোটি ভারতীয়ই এদেশের হিন্দু সমাজের বাসিন্দা।’ 

Advertisement

[আরও পড়ুন: ‘উত্তরপ্রদেশ পুলিশ দাঙ্গাবাজ’, যোগীর রাজ্যে CAA ইস্যুতে তদন্তের দাবি স্বরা ভাস্করের]

 

তিনি আরও বলেন, ‘ভারত মায়ের সন্তানরা, সে যেই হোক। যে ভাষাতেই কথা বলুন। যে ধর্মই পালন করুন বা যে পুজোপাঠেই বিশ্বাস করুন, এঁরা সকলেই হিন্দু। কারণ হিন্দুত্ব সব ভারতবাসীর ডিএনএতে রয়েছে। আর সেই সূত্রেই সংঘ মনে করে যে ১৩০ কোটি ভারতীয় সবাই হিন্দু। সংঘ পরিবার কোনওদিনই ক্ষমতা নিয়ে ভাবে না। কোনওদিনই আরএসএসর তরফে সাম্রাজ্য বিস্তার নিয়ে ভাবা হয়নি। আর হিন্দু ভাবনা মানেই যে মুসলিম বিরোধী বা সংখ‌্যালঘু বিরোধী তা একেবারেই নয়। হিন্দুত্ববাদের চর্চা করা মানেই অন‌্য ধর্মকে হেয় করা নয়।’ 

[আরও পড়ুন: ধর্মের ঊর্ধ্বে মানবতা, CAA বিক্ষোভে আটকে পড়া মুসলিম বরযাত্রীদের মণ্ডপে পৌঁছে দিলেন হিন্দুরা]

 

রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ‘স্বদেশী সমাজ’ থেকে উদ্ধৃত করে ভাগবত বলেন, ‘হিন্দু সমাজের প্রথাই হল, সহিষ্ণু হয়ে পর ধর্ম ও মতকে গ্রহণ করা। আমাদের সকলকে নিয়েই চলতে হবে। কিন্তু, হিন্দুত্বকে অবজ্ঞা বা অবহেলা করে নয়।’ 

আরএসএ প্রধান সব ভারতীয়কে হিন্দু বললেও এই বিষয়ে সহমত পোষণ করেননি কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। তিনি বলেন, ‘আমরা সবাই হিন্দু একথা সঠিক নয়। কারণ একটা সময় ছিল যখন সমস্ত ভারতীয় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। পরে হিন্দু ধর্মের সূত্রপাত হয়। তাই সবাইকে হিন্দু বলাটা ঠিক হবে না।’ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement