Advertisement
Advertisement

ঠান্ডা পানীয়তে মাদক মিশিয়ে কিশোরীকে ধর্ষণ বন্ধুদের

অভিযুক্ত এক নাবালকও৷

13-yr-old raped by 2 friends at birthday party
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 11:52 am
  • Updated:December 16, 2016 11:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোল্ড ড্রিংকে মাদক মিশিয়ে ধর্ষণ করা হল ১৩ বছরের কিশোরীকে৷ পশ্চিম দিল্লির উত্তম নগরে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে কিশোরীকে ধর্ষণ করা হয়৷ এই ঘটনায় জড়িত রয়েছে একজন নাবালকও৷

জানা গিয়েছে, কিশোরীকে জন্মদিনে নিমন্ত্রণ করেছিল তার বন্ধু৷ আর নিমন্ত্রণ রক্ষা করতেই কিশোরী তার বন্ধুর বাড়িতে যায়৷ সেখানে কোল্ড ড্রিংক খেতে দেওয়া হয়েছিল তাকে৷ আর কোল্ড ড্রিংক খেয়েই জ্ঞান হারায় সে৷ জ্ঞান ফিরলে কিশোরী অনুভব করে গণধর্ষিত হয়েছে সে৷ পশ্চিম দিল্লির একটি হাসপাতালের সামনে তাকে ফেলে রেখে যায় ধর্ষকরা৷ এই ঘটনার পর কোনওমতে বাড়ি পৌঁছয় কিশোরী৷ পরিবারকে গোটা ঘটনাটি সম্পর্কে সে জানালে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তার পরিবার৷

Advertisement

অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৬ ডি ধারায় গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷ এই ঘটনায় ১৮ বছরের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ৷ অপর অভিযুক্তের বয়স ১৭ বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement