Advertisement
Advertisement

Breaking News

Rape

নাবালিকাকে গণধর্ষণে কঠোর সাজা রাজস্থানে, অভিযুক্ত ১৩ জনের ২০ বছরের কারাদণ্ড

নয় মাসের মধ্যে সাজা শোনালো কোটার বিশেষ আদালত।

13 Rajasthan Men Get 20 Years Jail For Gang-Raping 15 Year Girl | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 19, 2021 12:41 pm
  • Updated:December 19, 2021 2:11 pm  

সংবাদ প্রতিদিন জিজিটাল ডেস্ক: চলতি বছরের শুরুর দিকে এক নাবালিকাকে গণধর্ষণের (Rape Incident) ঘটনায় শোরগোল পড়ে যায় রাজস্থানে (Rajasthan)। ১৫ বছরের ওই বালিকাকে টানা ন’ দিন ধরে ধর্ষণ করে একাধিক ব্যক্তি। ঘটনায় অভিযুক্ত ১৩ জনকে কঠোর সাজা দিল রাজস্থানের কোটা (Kota) শহরের একটি আদালত। ১৩ জনকে ২০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আরও ২ জনকে ৪ বছর করে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

ঘটনার গুরুত্ব বিচার করে অ্যডিশনাল সেশন জাজ অশোক চৌধুরী (Additional Sessions Judge Ashok Chaudhary) পকসো আইনে (POCSO Act) একটি বিশেষ আদালত গঠন করেন। এবার নয় মাসের মধ্যে দোষীদের শাস্তি দিল সেই আদালত। শনিবার নাবালিকার গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে সাজার নির্দেশ দিল আশোক চৌধুরীর আদালত। ১৩ জনকে ২০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, ২ জনকে ৪ বছর করে কারাদণ্ডের পাশাপাশি ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়ছে, আরও এক মহিলাকে ৪ বছরের কঠোর কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে শনিবার। নাবালিকাকে অপহরণ করার অভিযোগ ছিল এই মহিলার বিরুদ্ধে। ঝলওয়ারের (Jhalawar) একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে সেই মহিলা। ওই ব্যক্তিরাই নাবালিকাকে নয় দিন ধরে ধর্ষণ করে।

Advertisement

[আরও পড়ুন: দাদার বন্ধুর সঙ্গে বেড়াতে যাওয়াই কাল! ভাতারে গণধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রী]

তবে এই ঘটনায় অভিযুক্ত অন্য ১২ জনকে নির্দোষ ঘোষণা করেছে কোটার আদালত। এদিকে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় আভিযোগ রয়েছে আরও ৪ নাবালকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলা চলছে জুভেনাইল আদালতে।

[আরও পড়ুন: বাড়িতে আটকে রেখে মামার মদতে নাবালিকাকে ‘ধর্ষণ’ যুবকের, উত্তরপাড়ার ঘটনায় গ্রেপ্তার ২]

প্রসঙ্গত, চলতি বছরের ৬ মার্চ সুকেতনগর পুলিশ স্টেশনে একটি অভিযোগ করে ধর্ষিতা নাবালিকা। সে জানায়, বাড়ি থেকে ভুলিয়ে ভালিয়ে তাকে কোটায় আনে বুলবুল ওরফে পূজা জৈন নামের এক মহিলা। এরপর পূজা তাকে একাধিক পুরুষের কাছে বিক্রি করে ভোগ করার জন্যে। এভাবেই তাকে একটানা নয়দিন ধরে ধর্ষণ করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement