সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় নাগরিকত্ব পেলেন ১৩ পাক শরণার্থী। গুজরাটের (Gujarat) মোরবির ওই হিন্দু শরণার্থীরাই দেশে সিএএ চালু হওয়ার পর প্রথম ভারতীয় নাগরিকত্ব পেলেন। বিধায়ক কান্তি অমৃতার উপস্থিতিতে কালেক্টরের অফিসেই তাঁরা নাগরিকত্ব পান বৃহস্পতিবার।
দীর্ঘ সময় ধরে মোরবিতে রয়েছে ১০৯৫ পাক শরণার্থী। তাঁদের মধ্যে ৯৫ জন ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। বাকিরাও ক্রমান্বয়ে ধীরে ধীরে এদেশের নাগরিকত্ব পেয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন আনে কেন্দ্রের মোদি সরকার। উদ্দেশ্য, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে নির্যাতিত অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া। তবে করোনার জেরে তা বলবৎ করা যায়নি প্রায় ৪ বছর। লোকসভা ভোটের আবহে গত ১১ মার্চ গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সিএএ চালু করে স্বরাষ্ট্রমন্ত্রক।
এদিকে প্রশ্ন উঠেছে, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, ক্রিস্টানদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হলেও মুসলিমদের কী হবে? এই পরিস্থিতিতে বিবৃতি জারি করে অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, CAA কারওর নাগরিকত্ব কাড়ার আইন নয়। এর প্রভাব ১৮ কোটি ভারতীয় মুসলিমের উপর পড়বে না। ভারতীয় হিন্দুদের মতোই সমস্ত অধিকার বজায় থাকবে তাদেরও। নাগরিকত্ব প্রমাণের জন্য কোনও নথিও তাদের দিতে হবে না। পাশাপাশি, এই আইন বিভাজনমূলক বলে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগকেও অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.