Advertisement
Advertisement
Covid-19

পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং বিনামূল্যে টিকাকরণের দাবি, কেন্দ্রকে চিঠি মমতা-সোনিয়াদের

চিঠিতে সই করেছেন ১৩টি বিরোধী দলের নেতা-নেত্রীরা।

13 opposition party Leaders in a joint statement asked the Central government to launch a free mass vaccination drive | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:May 3, 2021 10:21 am
  • Updated:May 3, 2021 12:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের (Covid-19) দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিধ্বস্ত গোটা দেশ। হাসপাতালের বেড, অক্সিজেন সংকটে ধুঁকছে গোটা দেশ। দিল্লি (Delhi) থেকে মহারাষ্ট্র (Maharashtra) সর্বত্র একই ছবি। এই পরিস্থিতিতে গোটা দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে এবং হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের জোগান বজায় রাখতে কেন্দ্রকে চিঠি লিখলেন বিরোধীরা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এনসিপি নেতা শরদ পাওয়ার-সহ ১৩টি বিরোধী দলের নেতা-নেত্রীরা তাতেই সইও করেন।

গত এক মাসে হু হু করে বেড়েছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। দৈনন্দিন আক্রান্তের সংখ্যা ঘোরাফেরা করছে চার লক্ষের কাছাকাছি। রাজধানী দিল্লি-সহ একাধিক রাজ্যে হাসপাতালে বেড মিলছে না। অমিল অক্সিজেন। যার ফলে প্রাণও হারাচ্ছেন অনেকে। রাজধানী দিল্লি, বেনারস, গুজরাট, উত্তরপ্রদেশ-সহ একাধিক জায়গায় মৃত্যুমিছিলের ছবি। এই পরিস্থিতিতে দেশজুড়ে ইতিমধ্যে তৃতীয় পর্যায়ের টিকাকরণের ঘোষণা করলেও, পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের অভাবে কিছুটা হলেও সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যেই এবার কেন্দ্রকে এই প্রসঙ্গে চিঠি লিখল বিরোধীরা।

Advertisement

সংবাদসংস্থা এএনআইয়ের টুইটে জানানো হয়েছে, ১৩টি বিরোধী দলের নেতারা একসঙ্গে কেন্দ্রের উদ্দেশে চিঠি লিখেছেন। তাতে হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহের পাশাপাশি গোটা দেশে বিনামূল্যে টিকাকরণের জন্য কেন্দ্রের কাছে আরজি জানানো হয়েছে। চিঠিতে সই রয়েছে সোনিয়া গান্ধী, এইচডি দেবেগৌড়া, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন, এমকে স্ট্যালিন, মায়াবতী, ফারুখ আবদুল্লাহ, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরির।

 

[আরও পড়ুন: এবার নাইট্রোজেন প্লান্টেই তৈরি হবে অক্সিজেন, করোনা নিয়ে মোদির বৈঠকে বড় সিদ্ধান্ত]

এদিকে, রবিবার পশ্চিমবঙ্গে ভোট গণনা শেষ হয়েছে। পরিবর্তন নয়, মমতার প্রত্যাবর্তনেই আস্থা রেখেছে বাংলার মানুষ। তারপরই নিজের প্রথম বক্তৃতায় রাজ্যের মানুষকে বিনামূল্য ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়ে দেন মমতা। পাশাপাশি কেন্দ্র যাতে বিনামূল্যে গোটা দেশের মানুষকে টিকা দেয় সেই দাবিও জানান। এমনকী কেন্দ্র দাবি না মানলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মমতা।

[আরও পড়ুন: অটোই অ্যাম্বুল্যান্স, নিখরচায় করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন এই শিক্ষক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement