Advertisement
Advertisement

Breaking News

Press freedom

প্রেস-স্বাধীনতা খর্বের আইন বাতিল করুক কেন্দ্রীয় সরকার, দাবি ১৩ মিডিয়া সংগঠনের

রিপোর্ট বলছে, ২০১২ সাল থেকে ৮১৪ বার ইন্টারনেট শাট ডাউনের ঘটনা ঘটেছে।

13 media organizations demand that the central government should repeal the press freedom act
Published by: Amit Kumar Das
  • Posted:June 19, 2024 11:44 am
  • Updated:June 19, 2024 11:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে বিজেপি সরকারের আমলে বারবার সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা ঘটছে। শুধু তাই নয়, ‘২০২৩ সম্প্রচার নিয়ন্ত্রণ বিল’ টেলিভিশন ছাড়াও ওটিটি প্লাটফর্মকেও নিয়ন্ত্রণ করার অশুভ ইঙ্গিত দিয়েছে। নাগরিকদের খবর জানার অধিকারকে খর্ব করতে বারবার স্তব্ধ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা। এহেন পরিস্থিতিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের আইন বাতিলের দাবি তুলল দেশের ১৩ মিডিয়া সংগঠন।

রিপোর্ট বলছে, ২০১২ সাল থেকে ৮১৪ বার ইন্টারনেট শাট ডাউনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ইউপিএ সরকারে মাত্র ৮ বার। সেখানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হয়েছে ৮০৬ বার। তারমধ্যে কাশ্মীরে চারশোবারের বেশি। ২০২৩ সাল অর্থাৎ নির্বাচনের আগের বছরে ৯৬ বার এবং ২০২৪ সালে ২৪ বার। খবর-সংবাদমাধ্যমের উপর এভাবে বারবার সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে সরব সংবাদমাধ্যমগুলি। এ বিষয়ে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী বলছেন, ‘‘দেশের সাংবাদিকদের কাছে অনুরোধ, তাঁরা যেন সংবিধানের ধারা অনুযায়ী মত প্রকাশে স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসেন। যখনই কোনও সরকার মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে তখনই সংবাদমাধ্যম রুখে দাঁড়িয়েছে। দুর্ভাগ্য এখন দেশের গণমাধ্যম বিভক্ত।’’

Advertisement

সভাপতি আরও জানিয়েছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি নিয়ে দেশের ১৩ টি মিডিয়া অর্গানাইজেশন একত্রিত হয়ে একটি প্রস্তাব এনেছে। নির্দিষ্ট মিডিয়া আইন তৈরির পাশাপাশি এবং নির্দিষ্ট মিডিয়া কাউন্সিল তৈরির দাবিও তোলা হয়েছে। যে কাউন্সিলে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সাংবাদ মাধ্যমের কর্মীদেরও যুক্ত করতে হবে। একই সঙ্গে প্রস্তাবনায় বলা হয়েছে, কেন্দ্রে বিজেপি সরকারের আমলে মিডিয়া সংক্রান্ত যে যে আইনগুলি সরসরি সংবাদ মাধ্যমের স্বাধীনতার হস্তক্ষেপ করছে, সেগুলি বাতিল করতে হবে।

[আরও পড়ুন: ফের প্রকাশ্যে কানাডার খালিস্তান প্রেম, জঙ্গি নিজ্জরের জন্য নীরবতা পালন সংসদে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement