সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির (Delhi) সরকারি হোমে ২০ দিনে ১৩টি শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। গত জানুয়ারি থেকে এপর্যন্ত মৃতের সংখ্য়া ২৭। স্বাভাবিক ভাবেই রোহিণীর আশাকিরণ শেল্টার হোমকে ঘিরে ঘনাচ্ছে রহস্য। কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে বিজেপি।
ঠিক কী কারণে এতগুলি মৃত্যু সেই কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। এদিকে মহকুমা ম্যাজিস্ট্রেট এবিষয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ইতিমধ্যেই শিশুদের পানীয় জলের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে জাতীয় মহিলা কমিশন ইতিমধ্যেই তথ্য-যাচাই দল পাঠিয়েছে ওই হোম পরিদর্শনে। আপ সরকারকে কাঠগড়ায় তুলে তোপ দাগতে দেখা গিয়েছে তাদের। কমিশনের প্রধান রেখা শর্মা জানিয়েছেন, ”দিল্লি সরকার পরিচালিত আশাকিরণ শেল্টার হোম বহুদিন হল সব আশা হারিয়ে ফেলেছে। মানুষ কষ্ট পাচ্ছে, মারা যাচ্ছে। অথচ দিল্লি প্রশাসন কিছুই করছে না। পুরো বিষয়টি খতিদে দেখতে আমার দল সেখানে গিয়েছে।”
এদিকে এই ইস্যুতে বিজেপিও তোপ দেগেছে আপকে। বিজেপির মহিলা মোর্চার সহ-সভাপতি রেখা গুপ্তা জানিয়েছেন, ”আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী, শিশুরা দূষিত জলপান করছে। ঠিকমতো খাবার পাচ্ছে না। চিকিৎসাতেও গরমিল। অবশ্যই এই নিয়ে তদন্ত হওয়া দরকার। যে অফিসাররা জড়িত সকলের শাস্তি হওয়া উচিত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.