Advertisement
Advertisement
Srinagar

উত্তপ্ত ভূস্বর্গ, শ্রীনগরে জামিয়া মসজিদে দেশবিরোধী স্লোগান! ভাঙচুর জম্মুর মন্দিরে

এদিকে জম্মুতে একটি মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

13 arrested after 'azadi' slogans raised at Jamia Masjid in Srinagar। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 9, 2022 4:50 pm
  • Updated:April 9, 2022 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীনগরের (Srinagar) বিখ্যাত জামিয়া মসজিদের (Jamia Masjid) ভিতরে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠল। গতকাল, শুক্রবারের প্রার্থনার শেষে সেখানে উপস্থিত একদল ব্যক্তি ওই স্লোগান তোলে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার বিকেলে আচমকাই বিতর্ক ঘনিয়ে ওঠে শ্রীনগরের জামিয়া মসজিদে। এদিনই ছিল রমজান মাসের প্রথম প্রার্থনা। এরপরই শোনা যায় সেখানে উপস্থিত কয়েকজন ‘আজাদি’র স্লোগান দিচ্ছেন। প্রসঙ্গত, করোনা কালে দীর্ঘ দু’বছর বন্ধ ছিল এই মসজিদ। এরপরই গত মাসে সেই মসজিদের দরজা ফের খুলে দেওয়া হয়।

Advertisement

শুক্রবারের ঘটনা প্রসঙ্গে শ্রীনগর পুলিশের তরফে জানানো হয়, অভিযোগ আসার পরে বিভিন্ন অঞ্চলে তল্লাশি শুরু হয়। প্রধান অভিযুক্ত বসরত নবি ভাট ও অন্যান্য অভিযুক্তকে আটক করে জেরা করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

[আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে গলা কেটে গুলি করে খুন, চাঞ্চল্য মগরাহাটে]

পুলিশ এই ঘটনায় পাক যোগের দাবিও করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রধান অভিযুক্তকে কোনও পাকিস্তান থেকে পরিচালিত কোনও গোষ্ঠীর তরফেই মসজিদের ভিতরে প্রার্থনার পরে এই ধরনের আচরণের উসকানি দেওয়া হয়। উদ্দেশ্য, আইন শৃঙ্খলা নষ্ট করা।

উল্লেখ্য, জামিয়া মসজিদ শ্রীনগরের সবচেয়ে বড় মসজিদ। শহরের পুরনো অংশে নৌহাটা বলে যে অঞ্চল, সেখানেই অবস্থিত ওই মসজিদটি। শ্রীনগরের ধর্মীয় ও রাজনৈতিক দুই দিক থেকেই এই মসজিদের গুরুত্ব অপরিসীম। পর্যটকদেরও অন্যতম আকর্ষণের কেন্দ্র এই মসজিদ। শুক্রবারের ঘটনার পিছনে আর কেউ যুক্ত কিনা তা জানতে তদন্ত চালানো হচ্ছে।

এদিকে জম্মুতে একটি মন্দিরে ভাঙচুর চালানোর ঘটনার কথাও সামনে এসেছে। কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের ধরতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘পাকিস্তান ছেড়ে ভারতেই চলে যান’, ইমরানের দিল্লি-স্তুতির পর খোঁচা শরিফকন্যার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement