Advertisement
Advertisement

OMG! ১২ বছরের কিশোরের সন্তানের মা ১৭-এর কিশোরী

মামলা দায়ের হল ১২ বছরের এক কিশোরের বিরুদ্ধে৷

12 years old child became the father of a child

ছবি:‌ প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 8, 2016 1:20 pm
  • Updated:November 8, 2016 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ বছর পূর্ণ হতে আর কয়েকদিন বাকি, তার আগেই কোচির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেয় এক কিশোরী৷ এই ঘটনায় মামলা দায়ের হল ১২ বছরের এক কিশোরের বিরুদ্ধে৷

শিশুদের যৌন হেনস্তা থেকে রক্ষা করার জন্য যে আইন রয়েছে (পিওসিএসও), পুলিশ জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ তা লঙ্ঘন করেছে৷ এদিকে, মেয়েটির বাবা-মা সদ্যোজাত শিশুটির দায়িত্ব নিতে রাজি হননি৷ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, শিশুটিকে তাঁরা শিশুকল্যাণ দফতরের হাতে তুলে দিয়েছেন৷

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর ১৮ বছর বয়স পেরোতে আরও কয়েক মাস বাকি রয়েছে৷ কিন্তু তাও কিশোরীর অস্ত্রোপচারের আগে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের অনুমতি নেয়নি৷ এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মেয়েটির ১২ বছরের এক কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এ কথা জানার পরই তারা শিশুকল্যাণ দফতরকে খবর দিয়েছে৷ চাইল্ডলাইন এই ঘটনার খবর পেয়ে মামলাও দায়ের করেছে৷ হাসপাতাল কর্তৃপক্ষকে সমর্থন করেছে শিশুকল্যাণ দফতর৷ দফতরের অধিকর্তা বলেছেন, কমিশন এই বিষয়ে যাবতীয় আইন মেনেই ব্যবস্থা নিতে চলেছে৷ থ্রিক্কাকারা পুলিশ স্টেশনের এসিপিকে ২ নভেম্বর এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement