প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম নৃশংসতা। চোর সন্দেহে এক নাবালককে বেধড়ক মারের পর হাত-পা বেঁধে ফেলে রাখা হল রেল লাইনের উপর। এমনই ভয়াবহ ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ভয়ংকর এই ঘটনা ঘটেছে বিহারের বেগুসরাইয়ে। বিষয়টি নজরে পড়ার পর তৎপর হয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
জানা গিয়েছে, বেগুসরাইয়ে স্থানীয় এক মুদির দোকানে চুরির অভিযোগে ১২ বছরের ওই নাবালককে ধরে ব্যাপক মারধর করে স্থানীয় লোকজন। শুধুমাত্র সন্দেহের বসে নিষ্ঠুরভাবে মারধরের পর নাবালককে নিয়ে যাওয়া হয় লখমিনিয়া রেলস্টেশনের কাছে। সেখানে তার হাত-পা বেঁধে ফেলে দেওয়া হয় রেললাইনে কোনওভাবে যাতে ওই কিশোর পালাতে না পারে তার জন্য রেলের পাতের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় তাকে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অবস্থাতেই লাঠি দিয়ে তাঁকে নির্মমভাবে মারছেন এক ব্যক্তি।
এই ঘটনা নজরে পড়ার পর স্টেশনের কয়েকজন যাত্রী পুলিশকে বিষয়টি জানায়। এর পর পুলিশ গিয়ে উদ্ধার করে ১২ বছরের ওই নাবালককে। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ভিডিও দেখে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের নাম রোশন কুমার, জয়রাম চৌধুরী, কাহুল কুমার। এই ঘটনা প্রসঙ্গে বালিয়ার ডেপুটি পুলিশ সুপারিন্টেন্ডেন্ট নেহা কুমার বলেন, ‘এক নাবালকের হাত-পা রেল লাইনের উপর ফেলে রেখে মারধর করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিই। নাবালককে উদ্ধার করার পাশাপাশি ঘটনায় ৩ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।’
এদিকে ঘটনা প্রসঙ্গে নিগৃহীত নাবালকের বাবার দাবি, চুরির মিথ্যা অভিযোগ এনে তার ছেলেকে গণপিটুনি দিয়ে ট্রেনের তলায় ফেলে মারার চেষ্টা করে স্থানীয় কয়েকজন। আমার ছেলে কোনও চুরি করেনি। যদিও এই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করতে অস্বীকার করেন তিনি। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.