সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha 2024) ৩ দিন আগে মাওবাদী দমনে বিরাট সাফল্য নিরাপত্তারক্ষীদের। ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিকেশ অন্তত ২৯ জন নকশাল। প্রাথমিকভাবে অসমর্থিত সূত্রে এমনটাই খবর। পালটা হামলায় আহত ৩ নিরাপত্তারক্ষী। তবে হতাহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি নিরাপত্তারক্ষীদের তরফে।
সূত্রের খবর, মৃত ২৯ জন মাওবাদীর মধ্যে শীর্ষ মাও নেতা শংকর রাও-ও রয়েছেন। এই শংকর কাঁকর জেলার শীর্ষ মাও (Maoist) কম্যান্ডার ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। এছাড়াও মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষ নেতা খতম হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর বারুদ এবং একে-৪৭ উদ্ধার হয়েছে।
সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে যৌথ অভিযান শুরু করে বিএসএফ (BSF) এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স (DRF)। এই ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স ২০০৮ সালে মাও দমনের লক্ষ্যেই তৈরি হয়েছিল। মূলত ছত্তিশগড়ের কাঁকর জেলার জঙ্গলে চলে এই অভিযান। যৌথ অভিযানেই আসে সাফল্য। নিকেশ হয় ২৯ মাওবাদী। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এখনও অভিযান চলছে। স্রেফ এই কাঁকর জেলাতেই প্রায় ৬০ হাজার জওয়ান মোতায়েন আছেন।
৩ দিন বাদেই ছত্তিশগড়-সহ গোটা দেশে শুরু হচ্ছে লোকসভা ভোট। যদিও এই কাঁকর জেলায় ভোট দ্বিতীয় দফায়। তার আগে সতর্কতা মূলক পদক্ষেপ হিসাবে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে অভিযান চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। তাতেই এল সাফল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.