Advertisement
Advertisement

Breaking News

Karnataka

বছরে মাত্র একবার দেবীদর্শনের সুযোগ, পাহাড়চূড়োর মন্দিরে উঠতে গিয়ে পদপিষ্ট ১২ পুণ্যার্থী!

কর্নাটকের মন্দিরের পথে দুর্ঘটনা।

12 injured in Karnataka Deviramma Hill Temple
Published by: Anwesha Adhikary
  • Posted:November 1, 2024 1:18 pm
  • Updated:November 1, 2024 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গম পাহাড়ি পথে বৃষ্টি মাথায় নিয়ে মন্দিরে যাওয়ার পথে পদপিষ্ট হলেন পুণ্যার্থীরা। জানা গিয়েছে, কর্নাটকের চিকমাগালুরে দেবীরাম্মা হিল টেম্পলে যাওয়ার পথে অন্তত ১২ জন পুণ্যার্থী। উল্লেখ্য, সারা বছরে কেবলমাত্র দীপাবলির সময়েই খোলা থাকে পাহাড়চূড়োর এই মন্দির। ফলে উৎসবের মরশুমে ভক্তদের ঢল নামে সেখানে।

জানা গিয়েছে, গত দুদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে চিকমাগালুরে। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই মন্দিরে ভিড় জমান পুণ্যার্থীরা। তিন হাজার ফুট উচ্চতায় উঠে দেবী দর্শনের জন্য যাত্রা শুরু করেন সকলে। মাণিক্যধারা এবং আরিসিনাগুপে থেকে শুরু হয় যাত্রা। তাদের মধ্যে ছিল বহু শিশুও। কিন্তু মন্দিরে যাওয়ার পথেই প্রবল ভিড়ের মধ্যে পুণ্যার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়। তার জেরে পদপিষ্ট হন অন্তত ১২ জন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়েছে মালনাড টাউনে।

Advertisement

উল্লেখ্য, প্রতি বছরই দীপাবলির সময়ে নরক চতুর্দশী উপলক্ষে এই দেবীরাম্মা মন্দিরে আসেন হাজার হাজার ভক্ত। পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত এই পাহাড়ে পায়ে হেঁটেই উঠতে হয়। গত দুদিন ধরে ওই এলাকায় প্রবল বৃষ্টির ফলে গোটা এলাকা আরও বিপজ্জনক হয়ে পড়ে। তার মধ্যেই বুধবার থেকে খুলে যায় মন্দিরের দরজা। বৃহস্পতিবার থেকে মন্দিরে আসতে শুরু করেন ভক্তরা। পরের দিনই ঘটে গেল দুর্ঘটনা। তবে আহতরা সকলেই সুস্থ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। আগামী ৩ নভেম্বর পর্যন্ত মন্দির খোলা থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement