সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ১২। আহত বহু। মঙ্গলবার বিকেলে একটি কালভার্টে ধাক্কা খায় বাসটি। আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যাচ্ছে, এদিন দুপুর ২টো নাগাদ লক্ষ্মণগড়ে একটি বেসরকারি বাস সালাসার থেকে লক্ষ্মণগড়ের দিকে যাচ্ছিল। তখনই ঘটে যায় দুর্ঘটনা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। তাতে দেখা গিয়েছে ক্ষতিগ্রস্ত বাসটিকে ঘিরে মানুষ দাঁড়িয়েছে। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি ক্রেন এনে বাসটিকে সরিয়ে অন্য়ত্র নিয়ে যাওয়া হয়।
#WATCH | Sikar, Rajasthan | IG Satyendra Choudhary says, “12 people have lost their lives. A few of those who are injured are referred to Jaipur and others are getting treatment at SK Hospital, Sikar. Proper treatment is being given to those injured. The reason behind the… https://t.co/jjUAAsWER1 pic.twitter.com/tvtb2EnDYp
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 29, 2024
#Sikar: #लक्ष्मणगढ़ पुलिया के पास भीषण हादसा
मृतकों की संख्या पहुंची12, एक और घायल ने तोड़ा दम, 35 से अधिक लोग हुए थे घायल, सीकर अस्पताल में पांच मृतकों के शव, सात शव रखे है लक्ष्मणगढ़ अस्पताल की मोर्चरी में, घायलों का जारी है इलाज, सुजानगढ़ से नवलगढ़ आ रही थी बस #RajasthanNews pic.twitter.com/LHZCnSpscb
— Manoj Bisu Sikar (@manoj_bisu) October 29, 2024
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। নিহতের পরিবারকে জানিয়েছেন সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.