Advertisement
Advertisement
Adani Group shares

হিন্ডেনবার্গ রিপোর্টে আদানিদের ধাক্কার জেরে ফায়দা লুটেছে ১২টি সংস্থা, অধিকাংশই বিদেশি

প্রশ্ন ওঠা শুরু করেছে হিন্ডেনবার্গ রিপোর্টের উদ্দেশ্য নিয়ে।

12 Companies benefitted from short selling in Adani Group shares | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 29, 2023 2:02 pm
  • Updated:August 29, 2023 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর কার্যত ধস নেমেছিল আদানিদের (Gautam Adani) শেয়ারে। কিন্তু সেই রিপোর্টের জেরে আদানিদের যখন মহাসর্বনাশ, ঠিক তখনই পৌষমাস গিয়েছে ১২টি শর্ট সেলিং সংস্থার। যার অধিকাংশই আবার বিদেশি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইডির তদন্তে উঠে এসেছে ১২টি সংস্থার নাম, যারা আদানিদের শেয়ার শর্ট সেলিং করে বিপুল মুনাফা পেয়েছে। এই সংস্থাগুলির মধ্যে ৩টি ভারতীয়। একটি আবার এক বহুজাতিক ব্যাংকের ভারতীয় শাখা। চারটি সংস্থা মরিশাসের। লন্ডন, ফ্রান্স, হংকং, ক্যামান দ্বীপ, আয়ারল্যান্ডের একটি করে সংস্থা বিপুল লাভের মুখ দেখেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আদিল আমার জীবন নষ্ট করেছে’, মক্কায় পৌঁছে কেঁদে ভাসালেন রাখি সাওয়ান্ত]

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, এই সংস্থাগুলির অধিকাংশই হঠাৎ গজিয়ে ওঠা। এই সংস্থাগুলির মধ্যে কয়েকটি হিন্ডেনবার্গ রিপোর্ট (Hindenberg Report) পেশ হওয়ার কয়েকদিন আগে থেকে ব্যবসা শুরু করেছে। কয়েকটি আবার আদানিদের শেয়ার বিক্রি দিয়েই শর্ট সেলিং শুরু করে। আবার এই সংস্থাগুলির মালিকানা কাদের হাতে সেটাও স্পষ্ট নয়। অর্থাৎ এদের পুরো গতিবিধিই সন্দেহজনক। অথচ, আদানিদের লোকসানে এরাই সবচেয়ে লাভবান হয়েছে।

[আরও পড়ুন: বধূ নির্যাতনের অভিযোগে ‘অযথা’ গ্রেপ্তার নয় অভিযুক্তকে, নির্দেশিকা হাই কোর্টের]

স্বাভাবিকভাবেই হিন্ডেনবার্গ রিপোর্টের উদ্দেশ্য নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে তদন্তকারী সংস্থাগুলি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদানিদের ধাক্কা দিয়ে অন্য সংস্থাকে লাভবান করতেই ওই রিপোর্ট কিনা প্রশ্ন উঠেছে। ইডি ইতিমধ্যেই সেবিকে সব তথ্য তুলে দিয়েছে।,

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement