Advertisement
Advertisement

শিশুদিবস উদযাপনে গুগল ডুডল বানিয়ে তাক লাগালো খুদে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম্পিউটার অন করেই গুগলের ডুডলটির সৌজন্যে আজ অনেকেই শৈশবে ফিরে গিয়েছেন৷ রঙচঙে, হাসিখুশি গুগলটি যেন একরাশ আনন্দের মেলা৷ না, নস্ট্যালজিয়ায় পাড়ি দিয়ে এ ডুডল বানাননি কোনও নামজাদা শিল্পী৷ বরং বছর ১১-র এক খুদেই তার ভাবনায় যেন সকলকে ফিরিয়ে নিয়ে গিয়েছে ফেলে আসা হট্টমেলার দেশে৷আরও পড়ুন:আর জি কর মামলা: নজরে ‘সিভিক’ নিয়োগ, সুপ্রিম […]

11 years Old Makes the doodle for Google clebrating Children's Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 14, 2016 12:09 pm
  • Updated:November 14, 2016 1:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম্পিউটার অন করেই গুগলের ডুডলটির সৌজন্যে আজ অনেকেই শৈশবে ফিরে গিয়েছেন৷ রঙচঙে, হাসিখুশি গুগলটি যেন একরাশ আনন্দের মেলা৷ না, নস্ট্যালজিয়ায় পাড়ি দিয়ে এ ডুডল বানাননি কোনও নামজাদা শিল্পী৷ বরং বছর ১১-র এক খুদেই তার ভাবনায় যেন সকলকে ফিরিয়ে নিয়ে গিয়েছে ফেলে আসা হট্টমেলার দেশে৷

wwq_1479100039এই ডুডলের স্রষ্টা অণ্বিতা প্রশান্ত তেলাংগ৷ পুণের এই ছোট্ট মেয়েটিই এছরের ডুডল ফর গুগলের বিজেতা৷ তাঁর আকা ছবিটিতে আছে জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করার বার্তা৷ আর এটিই পছন্দ হয়েছে সংস্থার৷ ষষ্ঠ শ্রেণির ছাত্রী অণ্বিতার  ভাবনা ছিল, জীবনের ছোট ছোট বিষয়গুলিও কীভাবে বড় আনন্দের সূত্র হয়ে উঠতে পারে, তা তুলে ধরা৷ এই ভাবনাই নাড়া দেয় সংস্থার আধিকারিকদের৷

Advertisement

এদিকে শিশুদিবস উপলক্ষে পণ্ডিত নেহরুর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ আজই বিভিন্ন ক্ষেত্রে কৃতী বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি৷

শিশুরাই দেশের ভবিষ্যৎ৷ আর তাই এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তোলার ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement