Advertisement
Advertisement

Breaking News

Indore Jai Shree Ram

‘বলতে হবে জয় শ্রীরাম’, ইন্দোরে প্রকাশ্যে বিবস্ত্র করে হেনস্তা ১১ বছরের কিশোরকে

গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে অভিযুক্তরা।

11 year old kid harassed, stripped, forced to chant Jai Shree Ram in Indore | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 14, 2023 9:49 am
  • Updated:April 14, 2023 10:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে বিবস্ত্র করে জয় শ্রীরাম (Jai Shree Ram) স্লোগান বলতে বাধ্য করা হল ১১ বছর বয়সি এক কিশোরকে। ইন্দোরের (Indore) এই গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া অভিযুক্তরা। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে, ঘটনার ভিডিও কেউ যেন সমাজমাধ্যমে শেয়ার না করেন।

ঘটনাটি ঘটেছে ইন্দোরের নিপানিয়া এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে এলাকায় খেলছিল ১১ বছর বয়সি ওই কিশোর। আচমকাই কয়েকজন এসে তাকে বলে, একটি জায়গায় ভাল খেলনা দেওয়া হচ্ছে। সেই কথা শুনেই ছেলের দলের সঙ্গে ওই জায়গায় চলে যায় ১১ বছর বয়সি কিশোর।

Advertisement

[আরও পড়ুন: ‘ব্রিটেনে ভারত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন’, সুনাককে ফোনে বললেন মোদি]

সেখানে পৌঁছতেই ওই কিশোরকে ঘিরে ধরে মারধর করা হয়। প্রতিবাদ করতেই ছিঁড়ে নেওয়া হয় ওই কিশোরের পোশাক। জয় শ্রীরাম, পাকিস্তান মুর্দাবাদের মতো স্লোগান বলতে বাধ্য করে অভিযুক্তের দল। হেনস্তার গোটা ঘটনাটি ভিডিও করেও রাখে তারা। কোনও মতে পালিয়ে বাড়িতে ফিরে আসে নির্যাতিত কিশোর। তার কথা শুনেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কিশোরের পরিবার।

সূত্র মারফত জানা গিয়েছে, নির্যাতিত কিশোরটি মুসলিম। অভিযুক্তরা সকলেই হিন্দু ও নাবালক, এমনটাই শোনা গিয়েছে। তবে পুলিশের তরফে এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। আপাতত অপহরণ, মারধরের অভিযোগ দায়ের হয়েছে। আটক হয়েছে অভিযুক্তরা। সেই সঙ্গে পুলিশের আবেদন, এই হেনস্তার ভিডিও যেন কেউ শেয়ার না করেন। 

[আরও পড়ুন: SSC Scam: তাপস-কুন্তলের এজেন্ট রাজ্যের এক বিধায়ক? রহস্য উন্মোচনের চেষ্টায় ইডি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement