সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার বড়সড় সাফল্য। ভারত-পাক সীমান্তে সেনা জঙ্গি সংঘর্ষে নিকেশ ১১ জঙ্গি। মৃতদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গিনেতাও রয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে গোলা বারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। রবিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের দ্রাগাদ গ্রামে।
জানা গিয়েছে, এদিন ভোরবেলা সীমান্ত লাগোয়া দ্রাগাদ গ্রামে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আচমকাই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। একই সময়ে আরও একটি সেনা জঙ্গি সংঘর্ষ শুরু হয় লাগোয়া কাছদুরা গ্রামে। সোপিয়ানের সংঘর্ষে সাত জঙ্গির মৃত্যুর পাশাপাশি দু’জন সেনা আধিকারিকও আহত হয়েছেন। জঙ্গিদের ছোঁড়া গুলিতে দুই সংঘর্ষে আহত হয়েছেন দু’জন সেনা আধিকারিক। অন্যদিকে এর আগেই অনন্তনাগে দিয়ালগাঁওয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। আর এক জঙ্গিকে হাতেনাতে ধরেছে নিরাপত্তা বাহিনী। এই অনন্তনাগের সেনা জঙ্গি সংঘর্ষ শুরু হয়েছিল এদিন ভোরবেলা। পরে সোপিয়ানের দুই গ্রামে শুরু হয় সংঘর্ষ।
এদিকে কাছদুরা গ্রামের সেনা-জঙ্গি সংঘর্ষে বেশকিছু স্থানীয়দের আটক করে রেখেছে জঙ্গিরা। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক কালে নিয়ন্ত্রণ রেখায় সেনা জঙ্গি হামলায় এদিনের ঘটনা সেনাবাহিনীর বড়মাপের সাফল্য। ইতিমধ্যে ১১ জঙ্গির মৃত্যুর খবর টুইটবার্তায় প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের ডিজি এসপি বৈদ্য।
One terrorist was killed in #Anantnag & another was caught alive. Encounters are underway in #Shopian‘s Dragad & Kachdoora. 7 bodies of terrorists & huge amount of weapons have been recovered in Dragad: #JammuAndKashmir DGP SP Vaid pic.twitter.com/OiGjGxjZS1
— ANI (@ANI) April 1, 2018
উল্লেখ্য, দিন দুয়েক আগেই বাড়িতে ঢুকে এক পুলিশ আধিকারিককে হত্যা করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন মৃত আধিকারিকের স্ত্রী। ঘটনাটি ঘটে অনন্তনাগের বিজবেহড়া এলাকায়। নিহত পুলিশ আধিকারিক হলেন এসপিও মুস্তাক আহমেদ শেখ। এরপর থেকেই জঙ্গিদের খোঁজে মরিয়া হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী। উপত্যকার জঙ্গি উপদ্রুত এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। তারপরেই এই সাত জঙ্গির মৃত্যুর ঘটনা, নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য বলে দেখছেন অনেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.