সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনার (Accident) সাক্ষী থাকল রাজস্থান (Rajasthan)। একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে সেখানকার নাগৌরে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৭ জন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্যে কামনাও করেছেন তিনি।
দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে শ্রী বালাজি থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহতদের দ্রুত বিকানিরের নোখা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা সকলেই মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর বাসিন্দা।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া আহতদের সকলের চিকিৎসার খরচও তাঁর সরকার বহন করবে বলে শিবরাজ জানিয়েছেন।
The horrific road accident in Nagaur, Rajasthan is very painful. I express my condolences to the families of all those who have lost their lives in this accident and wish the injured a speedy recovery: PM Narendra Modi pic.twitter.com/QD1Ucxbhcv
— ANI (@ANI) August 31, 2021
দুর্ঘটনার পরে প্রধানমন্ত্রী টুইট করে সমবেদনা জানান। তিনি লিখেছেন, ”রাজস্থানের নাগৌরে যে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
राजस्थान के नागौर में हुआ भीषण सड़क हादसा अत्यंत दुखद है। जिन लोगों को इस दुर्घटना में जान गंवानी पड़ी है, मैं उन सभी के परिजनों के प्रति अपनी संवेदना व्यक्त करता हूं। साथ ही घायलों के जल्द स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 31, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.