Advertisement
Advertisement

Breaking News

১১ মাসের দুধের শিশুকে অপহরণ করে ধর্ষণ

শুক্রবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে দিল্লির বিকাশপুরী এলাকায়৷

11-Month-Old baby stolen, and raped for 2 hours in a forest of Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 7:24 pm
  • Updated:September 4, 2016 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিরাপত্তার কঙ্কালসার চেহারা দেখল এই দেশ৷ এবার রাতের কলকাতার ছায়া পড়ল রাজধানী দিল্লিতে৷ চলতি সপ্তাহেই ব্রেবোর্ন রোড থেকে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল দুই ওলা চালকের বিরুদ্ধে৷ এবারের ঘটনা আরও নৃশংস৷ পুলিশের নাকের ডগা থেকে ১১ মাসের দুধের শিশুকে অপহরণ করে নিয়ে গিয়ে দু’ঘণ্টা ধরে ধর্ষণ করা হল৷ ঘটনায় গ্রেফতার করা হয় ৩৬ বছরের নির্মাণ কর্মীকে৷

শুক্রবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে দিল্লির বিকাশপুরী এলাকায়৷ সেখানে পুলিশ কোয়ার্টারের কমপ্লেক্সে শিশুর বাবা সঙ্গে নির্মাণের কাজ করত অভিযুক্ত ব্যক্তি৷ এবং কমপ্লেক্সের ভিতর একটি ফাঁকা স্থানে ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে থাকতেন মা৷ পুলিশ জানায়, রাত ১০টা নাগাদ শিশুকন্যার মা ঘুমিয়ে পড়লে সেই সুযোগে শিশুকে তুলে নিয়ে কাছের জঙ্গলে চলে যায় কমপ্লেক্সে ওই কর্মরত শ্রমিক৷ ঘণ্টাখানেক পর মা ঘুম ভেঙে দেখেন পাশে তাঁর সন্তান নেই৷ সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে বিকাশপুরী থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ তল্লাশি চালিয়ে জঙ্গলের মধ্যে থেকে অচেতন অবস্থায় শিশুকে উদ্ধার করে৷ দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউ-তে ভর্তি করা হয়৷ চিকিৎসক জানান, শরীর থেকে অনেকটা রক্তক্ষরণ হয়ে গিয়েছে৷ তাই তার অবস্থা আশঙ্কাজনক৷

Advertisement

জঙ্গলের মধ্যে থেকে একটি মোবাইল পাওয়া যায়৷ সেই সূত্র ধরেই অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করে পুলিশ৷ দীর্ঘ জেরার পর ১১ মাসের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে অভিযুক্ত৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিহারের বাসিন্দা৷ নির্মাণ কাজের জন্য কয়েকদিন ধরে দিল্লিতে আছে সে৷ অভিযুক্তকে তিহার জেলে পাঠানো হয়েছে৷

শিশুর বাবা-মা চোখের জল ধরে রাখতে পারছেন না৷ বলছেন, মেয়ের সারা দেহে অজস্র নখের দাগ৷ জামাকাপড় ছেঁড়া৷ এই ঘটনা শুধু ওর শরীরেই নয়, মনের উপর সারাজীবন প্রভাব ফেলবে৷ কলকাতার পর দিল্লির এই ঘটনা আরও একবার দেশের নিরাপত্তার দিকে আঙুল তুলল৷ প্রশাসন কি এরপরও কোনও কড়া ব্যবস্থা নেবে? উত্তর এখনও অজানা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement