সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারধাম যাত্রায় ব্যাপক ভিড়ের ছবি আগেই দেখেছে দেশ। ব্যাপক ভিড়ের জেরে বিপদের আশঙ্কা ছিলই, এবার প্রকাশ্যে এল গত ৫ দিনে চারধাম যাত্রায় গিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। পাশাপাশি আরও বিপুল সংখ্যক পুণ্যার্থী (Devotees) পৌঁছেছেন উত্তরাখণ্ডে (Uttarakhand)। পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে আঁচ করে ভিড়ের চাপ ঠেকাতে আগামী ২ দিনের জন্য ৪ ধাম যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ করল সরকার।
চারধাম যাত্রার উদ্দেশে অফলাইন রেজিস্ট্রেশন চলছে উত্তরাখণ্ডের হরিদ্বার ও হৃষিকেশে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ ও ১৬ মে এই অফলাইন রেজিস্ট্রেশন বন্ধ রাখা হবে। স্পষ্টভাবে সরকারের তরফে জানানো হয়েছে, ভিড় সামাল দিতেই এই পদক্ষেপ করেছে প্রশাসন। এদিকে রিপোর্ট বলছে, গত ১৫ এপ্রিল থেকে এখনও পর্যন্ত প্রায় ২৭ লক্ষ মানুষ ৪ ধাম যাত্রার জন্য আবেদন জানিয়েছেন। এঁদের মধ্যে ৫৯ হাজারের বেশি পুণ্যার্থী পৌঁছেছেন যমুনোত্রী, কেদারনাথ গিয়েছেন প্রায় দেড় লাখ পুণ্যার্থী। বদ্রীনাথে গিয়েছেন প্রায় ৪০ হাজার। এছাড়া গঙ্গোত্রী যাত্রা করেছেন প্রায় ৫২ হাজার মানুষ।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই তীর্থ যাত্রায় গিয়ে গত ৫ দিনে ১১ জনের মৃত্যু হয়েছে। যার বেশিরভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। চালু করা হয়েছে হেল্পলাইন। সংশ্লিষ্ট ফোন নম্বরগুলি হল- ৯৮৭০৯৬৩৭৩১, ০১৩৬৪-২৯৭৮৭৮, ০১৩৬৪-২৯৭৮৭৯।
উল্লেখ্য, গত শুক্রবার ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল ৪ ধামের অন্যতম ধাম যমুনোত্রীর দরজা। এর পর শনিবার একটি ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায় যেখানে দেখা যায় হাজার হাজার মানুষ আটকে রয়েছেন সরু পাহাড়ি রাস্তায়। ব্যাপক ভিড়ের সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় শোরগোল। প্রশ্ন ওঠে যাত্রীদের নিরাপত্তা নিয়ে। পুণ্যার্থীদের তরফেও প্রশ্ন তোলা হয়েছিল ভিড় নিয়ন্ত্রকে প্রশাসনের ভূমিকা নিয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.