সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন উপলক্ষে আবেগে, উত্তেজনায় ফুটছে অযোধ্যা। সমস্ত প্রস্তুতির তদারকি করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই। জানা গিয়েছে, টানা সাতদিন ধরে উৎসব চলবে অযোধ্যায় (Ayodhya)। আর এর মধ্যেই জানা গেল রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র দিন থেকে অযোধ্যায় জ্বলবে এক অতিকায় ধূপ। যা জ্বলবে টানা দেড়মাস! গুজরাট থেকে রথে করে নিয়ে আসা হচ্ছে ওই ধূপ।
ঠিক কত বড় ওই ধূপ? জানা গিয়েছে, ১০৮ ফুট লম্বা ওই ধূপটি তৈরি হয়েছে গুজরাটের বরোদায়। ২২ জানুয়ারি তাতে অগ্নি প্রজ্জ্বলন করা হবে। পরবর্তী দেড় মাস ধরে তা জ্বলবে। কী দিয়ে তৈরি হয়েছে ধূপটি? এর প্রধান উপাদান পঞ্চগব্য ও যজ্ঞের সামগ্রী। ওজন ৩ হাজার ৫০০ কেজি। খরচ পড়েছে পাঁচ লক্ষ টাকা। তৈরি করতে সময় লেগেছে ৬ মাস। ১১০ ফুটের রথে করে নিয়ে আসা হবে ধূপটিকে। স্বাভাবিক ভাবেই, এমন এক বিস্ময়-ধূপ ঘিরে চর্চা তুঙ্গে।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন।
ওই দিনই হবে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’। উপস্থিত থাকবেন গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড় এবং লক্ষ্মীকান্ত দীক্ষিত। সেই উৎসবকে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অনুষ্ঠান। তবে ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনে অযোধ্যায় বসবে চাঁদের হাট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.