সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী৷ করবেন নাই বা কেন! স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে তিনি যে ভূমিকা নিয়েছিলেন সারা দেশের কাছে তা স্মরণীয়৷ নিজের পোষ্য বিক্রি করে শৌচাগার তৈরি করেছিলেন ১০৫ বছরের কুনওয়ার বাঈ৷ এবার অভিযানের ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হল তাঁকেই৷
ছত্তিশগড়ের বাসিন্দা কুনওয়ার বাঈ৷ নিজের পোষা প্রায় গোটা দশেক ছাগল বিক্রি করে দিয়েছিলেন তিনি৷ লক্ষ্য ছিল শৌচাগার বানানো৷ নিজের ঘরে দুটি শৌচাগার বানিয়েছিলেন৷ শুধু এ কাজ করেই ক্ষান্ত হননি, গ্রামের সকলকে সেই শৌচাগার দেখিয়ে পরিবেশ স্বচ্ছ রাখতে উদ্বুদ্ধ করেছিলেন৷ বাড়িতে শৌচাগার থাকার গুরুত্ব বুঝিয়েছিলেন সকলকে৷ ১০৫ বছরের বৃদ্ধার এই প্রয়াসকে সম্মান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ ছত্তিশগড়ে এক সম্মেলন চলাকালীন তাঁকে সংবর্ধনা দিয়ে প্রণাম করেছিলেন৷ এবার তাঁকেই অভিযানের ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হল৷
স্বচ্ছতা নিয়ে লাগাতার প্রচারের মধ্যেও যখন দিকে দিকে নিয়মভঙ্গের ছড়াছড়ি, তখন এই বৃদ্ধাই যেন সকলের চোখ খুলে দিয়েছেন৷ সদিচ্ছার কাছে দারিদ্র যে প্রতিবন্ধক নয়, সারা দেশের কাছে সেই নমুনা তুলে ধরেছিলেন৷ এ আসলে ভাবনার স্বচ্ছতা৷ আর তাই স্বচ্ছ ভারতের ‘ম্যাসকট’ হওয়ার তিনিই যোগ্যতম মানুষ, এ নিয়ে যেন কোনও দ্বিধাই নেই৷ ১৭ সেপ্টেম্বর স্বচ্ছতা দিবসে রাজধানীতে এক অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দিয়ে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে৷
Chhattisgarh:105-yr-old Kunwar Bai who built toilet by selling off her goats, chosen as Swachh Bharat Abhiyan mascot pic.twitter.com/6JpdoF2npV
— ANI (@ANI_news) September 13, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.