Advertisement
Advertisement

নতুন ১০০ টাকার নোটের গেরো, দেশজুড়ে এটিএম সংস্কারের খরচ ১০০ কোটি

নতুন নোট চালুর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন৷

100cr needed to recalibrate ATMs for new Rs 100 rupee notes

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2018 10:57 am
  • Updated:July 21, 2018 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাস থেকেই বাজারে নতুন ১০০ টাকার নোট আনতে চলেছে আরবিআই।আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ল্যাভেন্ডার রংয়ের হবে নতুন ১০০ টাকার নোট৷ এই নোটের মাপ হবে প্রস্থে ৬৬ মিলিমিটার৷ দৈর্ঘ্যে ১৪২ মিলিমিটার হবে নতুন নোট৷ নতুন ১০০ টাকার নোট বর্তমানের থেকে আয়তনে অনেকটাই ছোট৷ অথচ নতুন ১০ টাকার নোটের থেকে বড় হবে ওই নোট৷ নোটের এই আকারের জন্যই এখন যত বিপত্তি৷ নতুন নোট আগের তুলনায় আকারে ছোট হওয়ায় এটিএমগুলিতে তা ব্যবহার করা যাবে না৷ ফলে গোটা দেশে ছোট নোটের ঘাটতি দেখা দিতে পারে৷ যদিও, আরবিআই জানিয়েছে নতুন নোট এলেও পুরনো নোটগুলি চালু থাকবে, সেক্ষেত্রে আর্থিক লেনদেনে অসুবিধা হওয়ার কথা না৷ তবে, লেনদেনে সমস্যা না হলেও বড়সড় আর্থিক ক্ষতি হতে চলেছে সরকারের৷

[মোদিতেই ভরসা সংসদের, তীব্র বাদানুবাদের পর আস্থা ভোটে জয় এনডিএ-র]

আসলে গোটা দেশের মোট ২.৪ লক্ষ এটিএম মেশিনকে নতুন ১০০ টাকার নোটের উপযুক্ত করতে হবে৷ যার আনুমানিক খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা৷ এটিএম সংস্থাগুলির দাবি, কদিন আগেই নতুন ২০০ টাকার নোট চালু করেছে সরকার৷ যার জন্য এটিএম গুলিকে সংস্কার করতে হয়েছিল৷ তাতেও মোটা টাকা খরচ হয়েছে৷ সেই সঙ্গে ভোগান্তির শিকার হয়েছেন মানুষ৷ আবার নতুন ছোট সাইজের ১০০ টাকা বাজারে এলে নতুন করে সারাতে হবে এটিএমগুলিকে৷ সেক্ষেত্রে আরও অন্তত ১০০ কোটি টাকা খরচ করতে হবে৷ তাছাড়া নতুন নোট এলেও পুরনো নোটগুলি বাতিল হচ্ছে না৷ দুই ধরণের নোট একসঙ্গে চালু থাকায় সমস্যায় পড়তে হবে এটিএম কর্তৃপক্ষকে৷ এটিএম কর্তৃপক্ষের আরও এক আধিকারিক বলছেন, মেশিনগুলি সংস্কারের পর যদি সরকার উপযুক্ত পরিমাণ নতুন নোট সরবরাহ না করতে পারে সেক্ষেত্রেও অর্থের জোগানে সমস্যা হতে পারে৷

Advertisement

[বিফলে রাহুলের ‘সহিষ্ণুতার পাঠ’, জবাবি ভাষণে চেনা ছন্দেই বিরোধীদের আক্রমণ মোদির]

নোট বাতিলের পর এই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সাধারণ মানুষকে৷ নতুন নোটগুলি আকারে পুরনো নোটের চেয়ে ছোট হওয়ায় শুরুর দিকে বেশ কিছুদিন বন্ধ রাখতে হয় অধিকাংশ এটিএম৷ ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হয় মানুষ৷ নোট বাতিলের পরও নতুন ২০০ টাকার নোট চালু করার সময় প্রচুর টাকা খরচ হয়েছে সরকারের৷ খরচের অঙ্ক জানার পর নতুন ১০০ টাকার নোট প্রচলনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement