ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ অরবিন্দ কেজরিওয়াল তো বটেই আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে বরাবর যিনি সর্বদা খড়গহস্ত, এবার তাঁর মুখে শোনা গেল দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অতিশীর প্রশংসা। অতিশীকে সামনে পেয়ে শুধু তাঁর প্রশংসা নয়, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তুলনা টেনে উপরাজ্যপাল ভিকে সাক্সেনা জানালেন, কেজরিওয়ালের চেয়ে অতিশী হাজার গুণ ভালো। অতিশীর সঙ্গে প্রকাশ্যে কখনও সংঘাতে না জড়ালেও উপরাজ্যপালের তরফে কেজরির বিশ্বস্ত এই নেত্রীর প্রশংসা কিছুটা ব্যতিক্রমী বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শুক্রবার দিল্লির এক মহিলা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী অতিশী ও উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। সেখানেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, “আজ আমি অত্যন্ত খুশি যে দিল্লির মুখ্যমন্ত্রী একজন মহিলা। এবং আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি উনি আগের মুখ্যমন্ত্রীর তুলনায় হাজার গুণ ভালো।” শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে উপস্থিত ছাত্রীদের উদ্দেশে বার্তা দিয়ে উপরাজ্যপাল বলেন, “তোমাদের বয়সের সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়বে। প্রথমে আপনাদের নিজেদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। দ্বিতীয়ত, মা-বাবা পরিবারের প্রতি দায়িত্ব, এবং তৃতীয়ত সমাজ ও রাষ্ট্র নির্মাণের প্রতি কর্তব্য পালন করতে হবে। এবং সবশেষে লিঙ্গের বেড়াজাল ভেঙে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে।”
উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকাকালিন উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে প্রশাসনিক সংঘাত চরম আকার নিয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে হয় কেজরিকে। তিনি অভিযোগ করেন, সরকারি আধিকারিকরা তাঁর কথা শুনছেন না। প্রশাসনিক অসহযোগিতা তো বটেই কেজরিওয়াল সরকারের পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন উপরাজ্যপাল। তাঁর অনুমোদনেই আবগারি দুর্নীতি মামলার তদন্ত শুরু হয়। এবং এই মামলায় কেজরিওয়াল-সহ আম আদমি পার্টির একের পর এক মন্ত্রীকে জেলে যেতে হয়।
সম্প্রতি জেল থেকে মুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেজরিওয়াল। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অতিশীকে। নয়া মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর অবশ্য রাজ্যপালের সঙ্গে নতুন করে সংঘাতের ঘটনা ঘটেনি। এদিকে আগামী বছর দিল্লিতে বিধানসভা ভোট। নির্বাচন কমিশনের তরফে ভোটের দিনক্ষণ প্রকাশের আগেই বৃহস্পতিবার কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী মুখ করে ১১ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আপ। এমন সময়েই উপরাজ্যপালের তরফে মুখ্যমন্ত্রী অতিশীর প্রশংসা। এবং তাঁকে কেজরির তুলনায় হাজার গুণ ভালো মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.