Advertisement
Advertisement

হামলা চালাতে কাঁটাতারের ওপারে অপেক্ষায় ১০০ জঙ্গি

এদিকে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ করা হবে কি না, তা নিয়েও দেশের মধ্যে বিস্তর জলঘোলা হয়েছে৷

100 terrorists are being prepped to cross the LoC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 3:31 pm
  • Updated:October 5, 2016 3:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের অপামন ভুলতে ভারতের উপর হামলা চালাতে জোর প্রস্তুতি জঙ্গি শিবিরে৷ অন্তত ১০০ জন জঙ্গি কাঁটাতারের ওপারে সীমান্ত পেরনোর অপেক্ষা করছে বলে জানাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷

এদিন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এই তথ্য জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ দেশের নিরাপত্তা নিয়ে এদিন উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়৷ তার আগেই প্রধানমন্ত্রী-সহ প্রতিরক্ষা দফতরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে এ কথা জানানো হয়৷ সার্জিক্যাল স্ট্রাইকে জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংসের ফলে প্রাথমিকভাবে বিপর্যয়ের মুখে পড়লে বদলা নিতে মরিয়া তারা৷ আর তাই ইতিমধ্যে একের পর এক হানাদারির চেষ্টাও চলেছে৷ আরও জঙ্গি সীমান্তে অপেক্ষায় অনুপ্রবেশের জন্য৷ গোয়েন্দা সংস্থা সূত্রে পাওয়া এই খবরই প্রতিরক্ষা দফতরের সামনে তুলে ধরলেন নিরাপত্তা উপদেষ্টা৷

Advertisement

এদিকে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ করা হবে কি না, তা নিয়েও দেশের মধ্যে বিস্তর জলঘোলা হয়েছে৷ তবে এখনই কোনও তথ্য সামনে আনা হবে না বলেই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে৷ সেনার তরফে ভিডিও ফুটেজ প্রকাশে সম্মতি দেওয়া হয়েছিল৷ কিন্তু একবার ভিডিও সামনে চলে এলেই সেনার অক্রমণের পদ্ধতি সম্পর্কে জেনে যাবে জঙ্গিরা ও পাক সেনাবাহিনী৷ আর তাই এখনই কোনও তথ্য প্রকাশ করা হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement