Advertisement
Advertisement
Nirmala Sitharaman

২০২২ সালে প্রবাসী ভারতীয়রাই দেশকে দিয়েছেন ১০০ বিলিয়ন ডলার! দাবি নির্মলার

তিনি প্রবাসী ভারতীয়দের 'ভারতের প্রকৃত রাষ্ট্রদূত' বলে বর্ণনা করেন।

$100 Billion received in remittances from NRIs in 2022, says Nirmala Sitharaman। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 10, 2023 9:14 pm
  • Updated:January 10, 2023 9:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে প্রবাসী ভারতীয়দের সৌজন্য দেশ পেয়েছে ১০০ বিলিয়ন মার্কিন ডলার। এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যা ২০২১ সালের তুলনায় ১২ শতাংশ বেশি। প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ইন্দোরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি প্রবাসী ভারতীয়দের ‘ভারতের প্রকৃত রাষ্ট্রদূত’ বলে বর্ণনা করলেন। সেই সঙ্গে প্রবাসীদের প্রতি নির্মলার আবেদন, সকলে যেন দেশীয় পণ্য ব্যবহার করেন। বিশ্বভর ভারতীয় পণ্যকে ছড়িয়ে দিতেই এহেন আবেদন, জানান অর্থমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: টম হ্যাঙ্কসও পিছনে! বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় ৪ নম্বরে শাহরুখ!]

সেই সঙ্গেই নির্মলা মনে করিয়ে দেন, সরকার চায় বহুজাতিক সংস্থাগুলি চিন কিংবা ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তে ভারতেই তাদের কারখানা স্থাপিত করুক। এরপরই তিনি জানান, প্রবাসী ভারতীয়দের সৌজন্যে প্রাপ্ত বিপুল অঙ্কের অর্থের কথা। মনে করিয়ে দেন, তার আগের বছরের তুলনায় এক বছরে এই অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ। তাঁর কথায়, ”অতিমারী পরবর্তী সময়ে ভারতীয় কর্মীরা ফের বিদেশে যাবেন, এটা অনেকেরই ধারণা ছিল না। কিন্তু তাঁরা গিয়েছেন, এবং এক বছরে তাঁদের থেকে প্রাপ্তি ১২ শতাংশ বেড়ে গিয়েছে।”

এদিন অর্থমন্ত্রী কার্যতই বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় পেশাদারদের সাফল্যের জয়গান করেন। মনে করিয়ে দেন, তথ্যপ্রযুক্তি থেকে ডিজিটাল প্রযুক্তি, অটোমোবাইল প্রভৃতি ক্ষেত্রে বিদেশে ভারতীয়রা দারুণ সাফল্য পেয়েছেন। তাঁর দাবি, জ্ঞান ও উন্নতির এক বিশ্ব হাব হয়ে উঠেছে ভারত। প্রসঙ্গত, গত ডিসেম্বরেও দেশের আর্থিক অগ্রগতি সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন নির্মলা। সংসদে দাঁড়িয়ে নির্মলা (Nirmala Sitharaman) দাবি করেন ভারতের অর্থনীতি এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে। একথা ঠিক যে টাকার তুলনায় ডলারের দাম বাড়ছে। কিন্তু সেটা ডলারের প্রশংসনীয় মূল্যবৃদ্ধির জন্য। বিশ্বের অন্য সব মুদ্রার তুলনায় ভারতের টাকা ভাল জায়গায় আছে।

[আরও পড়ুন: ‘নাগরিকের জাতি পরিচয় জিজ্ঞাসা করা আইনত অপরাধ’, জনগণনা নিয়ে তোপ রূপান্তরকামী নেত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement