Advertisement
Advertisement
Tirupati Temple

মজুত সোনা ১০ টনের বেশি, তিরুপতি মন্দিরের নগদ টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

সম্প্রতি সম্পত্তির হিসেব দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

10 Tones Of Gold, rupees 15,900 Crore In Cash of Tirupati Temple Trust Assets | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 6, 2022 7:27 pm
  • Updated:November 6, 2022 7:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি মন্দিরের (Tirupati Temple) বিপুল সম্পত্তির কথা সকলের জানা। সম্প্রতি সেই সম্পত্তি নিয়েই ভুয়ো খবর ছড়ায়। এরপরেই নগদ ও সোনা মিলিয়ে মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ ঘোষণা করল তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট (Tirumala Tirupati Devasthanams)। তাতেই জানা গিয়েছে, দশ টনের বেশি সোনা এবং নগদ ১৫ হাজার ৯৩৮ কোটি টাকা সম্পত্তি রয়েছে ভারত বিখ্যাত মন্দিরের।

উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় মন্দির কর্তৃপক্ষ তাদের অতিরিক্তি সম্পত্তি অন্ধ্রপ্রদেশ সরকারের হাতে তুলে দেবে। এদিন ট্রাস্টের তরফে ঘোষণা করা হয়, ভক্তদের ভুয়ো খবর দেওয়া হয়েছে। অতিরিক্তি সম্পত্তি অন্ধ্রপ্রদেশ সরকারকে দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি মন্দিরের কর্তৃপক্ষের তরফে। একটি শ্বেতপত্র প্রকাশ করে মন্দিরের তরফে জানানো হয়েছে, উদ্বৃত্ত সম্পত্তি নির্দিষ্ট ব্যাংকে সুরক্ষিত রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণ অভিযুক্ত ১০ বছরের বালক! পুলিশও হতবাক]

ওই শ্বেতপত্রে বিস্তারিত জানানো হয়। সেখানে বলা হয় ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাংকে নগদের পরিমাণ ছিল ১৩ হাজার ২৫ কোটি টাকা। তিন বছরে তা বেড়ে হয়েছে ১৫ হাজার ৯৩৮ কোটি টাকা। ২০১৯ সালে সোনার পরিমাণ ছিল ৭টনের বেশি। তিন বছরে সোনার পরিমাণ বেড়েছে প্রায় ৩ টন। ফলে বর্তমানে সোনার পরিমাণ ১০.৩ টন। নিজেদের বিবৃতিতে সমস্ত ভক্তদের উদ্দেশে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, “মিথ্যা খবরের ফাঁদে পা দেবেন না। নগদ এবং সোনা মিলিয়ে মন্দিরের যত সম্পত্তি রয়েছে তা স্বচ্ছ উপায়ে ব্যাংকে জমা রয়েছে।”

[আরও পড়ুন: ‘এই গুজরাট আমার তৈরি’, ভোটের দামামা বাজিয়ে নয়া স্লোগান মোদির মুখে]

প্রসঙ্গত, দেশের ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম তিরুপতির বালাজি মন্দির। এই মন্দিরে আরাধ্য দেবতার প্রতি ভক্তদের বিশ্বাস অসীম। বালাজির কাছে নাকি ভক্তি ভরে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর মনোবাঞ্ছা পূরণ হলেই ভক্তরা সোনা-সহ নানা মূল্যবান ধাতু, অর্থ ইত্যাদিতে মুড়ে দেন ঈশ্বরের মূর্তিকে। শুধু ধনরত্নই নয়, আরাধ্যদেবতাকে মাথার চুল দান করেন ভক্তরা। সেই চুল আন্তর্জাতিক বাজারে বিক্রি করে বিশাল পরিমাণ টাকা আয় হয় তিরুপতি মন্দির ট্রাস্টের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement