Advertisement
Advertisement

Breaking News

উরিতে খতম ১০ জঙ্গি

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখানে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় সেনার৷

10 terrorists died at Uri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 21, 2016 9:17 am
  • Updated:September 21, 2016 9:17 am  

জ্যোতির্ময় কর্মকার ও দেবশ্রী সিনহা: উরির মাটি থেকেই হামলার জবাব দিতে শুরু করে দিল ভারতীয় সেনা৷ মঙ্গলবার একদিনেই ১০ জঙ্গিকে খতম করলেন জওয়ানরা৷

সেনা সূত্রে খবর, উরির লছিপুরা এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল ১০ জঙ্গির এই দল৷ তাদের দেখা মাত্রই গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনাবাহিনী৷ দীর্ঘ গুলির লড়াইয়ে তাদের সকলকেই খতম করা হয়েছে৷ তবে শুধু উরি নয়, আর্মি ব্রিগেড হেডকোয়ার্টারে হামলার পর ক্রমশ উত্তেজনার পারদ ছড়াচ্ছে বিস্তীর্ণ কাশ্মীর উপত্যকা জুড়েই৷ গত দু’দিন ধরে বিভিন্ন জায়গাতেই বিচ্ছিন্নভাবে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে পাক সেনা৷ এদিন সকাল থেকে কাশ্মীরের হান্দেওয়াড়া জেলাতেও শুরু হয়েছে সংঘর্ষ৷ লড়াইয়ে আহত হয়েছেন এক ভারতীয় জওয়ান৷ সেনা আধিকারিকদের দাবি, সব জায়গাতেই উপযুক্ত জবাব দিচ্ছেন জওয়ানরা৷ লড়াই চলছে নগাঁওতেও৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখানে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় সেনার৷

Advertisement

এদিন সন্ধ্যায় দিল্লিতে হঠাৎ বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ‘সিনিয়র’ সদস্যরা৷ যদিও সরকারিভাবে এই বৈঠকের কথা প্রকাশ করা হয়নি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ছাড়াও এই গোপন বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহও৷ অন্যদিকে, একইসময় নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ প্রসঙ্গত আজ, বুধবার সকালেই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী৷ সরকারের বিভিন্ন মহলের অন্দরের খবর, উরি হামলার জবাব দিতে সব সম্ভাবনার রাস্তাকেই আপাতত যাচাই করছে সরকার৷ সূত্রের খবর, এদিন সন্ধ্যার প্রতিটি বৈঠকেই প্রয়োজনে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ক্যাম্পে ‘সার্জিকাল অ্যাটাক’ চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হয়৷ তবে মাথায় রাখা হচ্ছে আন্তর্জাতিক ‌ক্ষেত্রে কূটনৈতিক সমীকরণের দিকটিও৷ আধিকারিকদের কথায়, এদিন সন্ধ্যার বৈঠকের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই বুধবার নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিতে আলোচনা শুরু করবেন প্রধানমন্ত্রী৷ এর পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত৷ একইভাবে গ্রাউন্ড জিরো কাশ্মীর থেকেও সমান্তরালভাবে রিপোর্ট নেওয়ার কাজ শুরু করে দিয়েছে সরকার৷ এদিন সকালেই স্বরাষ্ট্রসচিব রাজীব মেহরিষিকে শ্রীনগর পাঠিয়েছেন রাজনাথ সিং৷ সোমবার থেকেই উরিতে তদন্তের কাজ শুরু করেছে এনআইএ৷ আগেই প্রমাণ উঠেছে, উরির নিয়ন্ত্রণরেখা বরাবর অত্যাধুনিক ত্রিস্তরীয় কাউন্টার ইনফিলট্রেশন গ্রিড পেরিয়ে কীভাবে ভারত ভূখণ্ডে ঢুকেছিল চার জঙ্গি? স্বাভাবিকভাবেই সর্ষের মধ্যে ভূত থাকার সম্ভাবনা কোনও পরিস্থিতিকেই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা৷ তবে, পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিক্ষোভে বিধ্বস্ত কাশ্মীরকে আগে নিয়ন্ত্রণে নিতে চায় সরকার৷

সেই লক্ষ্যেই স্বরাষ্ট্রসচিবকে গ্রাউন্ড জিরোয় পাঠিয়েছেন রাজনাথ৷ মূলত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও কী কী ফাঁকফোকর রয়েছে, তাই চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে৷ তাৎপর্যপূর্ণভাবে এদিন কাশ্মীরের প্রায় সব জায়গা থেকেই কারফিউ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন৷ একইসঙ্গে চলছে উরির তদন্তও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement