Advertisement
Advertisement

এখনই ১০০০ টাকার নোট আনবে না সরকার: জেটলি

তবে এটিএম সমস্যার সমাধানে আজ থেকে কাজে নামছে সরকার৷

10 per cent of ATMs to be recalibrated today, says Arun Jaitley
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 5:33 pm
  • Updated:August 12, 2021 6:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের এখনই ১০০০ টাকার নোট আনার কোনও পরিকল্পনা নেই৷ আপাতত নতুন ২০০০ হাজার, ৫০০ টাকার নোট ও ১০০ টাকা দিয়ে কাজ চালাতে হবে ভারতবাসীকে৷ জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

তবে এটিএম সমস্যার সমাধানের জন্য আজই কাজ শুরু করে দিচ্ছে সরকার, জানালেন জেটলি৷ এদিন তিনি বলেন, এটিএম সমস্যার সমাধানে যথাসাধ্য চেষ্টা করছে সরকার৷ আজই নতুন নোটের উপযুক্ত করে দেশের ২২,৫০০টি এটিএম বদলানোর কাজ শুরু হবে৷ যা দেশের মোট এটিএম সংখ্যার ১০ শতাংশ৷

Advertisement

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সারা দেশে অন্তত দুই লক্ষ এটিএম রয়েছে৷ যেগুলি ১০০ টাকা ও নতুন ৫০০, ২০০০ টাকার নোটের উপযুক্ত করে সাজিয়ে তোলা হচ্ছে৷ আজই এই কাজ শুরু করে দিচ্ছে সরকার৷ তবে, ২০০০ টাকা বাজারে আসতে শুরু করলেও খুব শিগগিরিই ১০০০ টাকা চালু করার সরকারের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দেন অর্থমন্ত্রী৷

এদিন ব্যাঙ্কে নোট বদলের সর্বোচ্চ সীমা ৪৫০০ টাকা থেকে ২০০০ টাকা করে দেওয়ার প্রসঙ্গেও মন্তব্য করেন অরুণ জেটলি৷ তিনি বলেন, বেশি পরিমানে টাকা অদল-বদলের সুযোগ নিয়ে যাতে কালো টাকার কারবারীরা নিজেদের টাকা বৈধ না করিয়ে নিতে পারে, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement