Advertisement
Advertisement

নতুন বছর থেকে ক্যাশলেস হচ্ছে ১০টি মেট্রো স্টেশন

টিকিট কাটা ও স্মার্ট কার্ডে টাকা রিচার্জের ক্ষেত্রে ডিজিটাল ওয়ালেট, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের ব্যবহার করতে পারবেন যাত্রীরা৷

10 Metro stations to go cashless form next year

ফাইল ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 24, 2016 10:02 am
  • Updated:December 24, 2016 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে ক্যাশলেসে পরিণত করতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই মর্মে ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে একাধিক ছাড়ের কথাও ঘোষণা করছে কেন্দ্র৷ সরকারের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে এবার আসরে নামল মেট্রো স্টেশনগুলি৷ নতুন বছর থেকে রাজধানী দিল্লির দশটি মেট্রো স্টেশন সম্পূর্ণ ক্যাশলেসে পরিণত হবে৷

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রোহিনি ইস্ট, রোহিনি ওয়েস্ট, ময়ূর বিহার ফেজ ওয়ান, তিলক নগর, নয়ডা সেক্ট ১৫, নেহেরু প্লেস-সহ মোট ১০টি স্টেশনে আর নগদে লেনদেন হবে না৷ অর্থাৎ টিকিট কাটা ও স্মার্ট কার্ডে টাকা রিচার্জের ক্ষেত্রে ডিজিটাল ওয়ালেট, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের ব্যবহার করতে পারবেন যাত্রীরা৷ এই দশটি স্টেশনে প্রায় ৭০ শতাংশ যাত্রী স্মার্টকার্ডেই যাতায়াত করেন৷ তাই স্বাভাবিকভাবেই অন্যান্য মেট্রো স্টেশনের তুলনায় এখানে এমনিতেই নগদ লেনদেন কম হয়৷ সেই কারণেই স্টেশনগুলিকে ক্যাশলেসে পরিণত করতে খুব বেশি সমস্যায় পড়তে হবে না বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷

Advertisement

এদিকে ক্যাশলেস ইন্ডিয়া তৈরি নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য মন ছুঁয়ে গিয়েছে কেরলের অটোচালক সুরেশ কুমারের৷ মোদির দেখানো পথে হাঁটতে যাত্রীদের জন্য অভিনব বন্দোবস্ত করেছেন তিনি৷ এবার থেকে তাঁর অটোয় উঠলে নগদের পাশাপাশি কার্ডেও ভাড়া মেটানো যাবে৷ থাকছে অনলাইন পেমেন্টের ব্যবস্থাও৷ এর জন্য অটোতে একটি ট্যাব এবং একটি কার্ড সোয়াইপ করার মেশিন রেখেছেন তিনি৷ সুরেশ জানান, “ভারত ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগোচ্ছে৷ তাই আমিও প্রস্তুত হচ্ছি৷ যাত্রীদের একবার বুঝিয়ে দিলেই তাঁরা ক্যাশলেস পেমেন্ট করতে পারছেন৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement