Advertisement
Advertisement

ছত্তিশগড়ে তুমুল গুলির লড়াই, নিকেশ ১০ মাওবাদী

অভিযান চালায় তেলেঙ্গানা ও ছত্তিশগড় পুলিশের যৌথবাহিনী।

10 Maoists killed in encounter in Chhattisgarh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 2, 2018 11:17 am
  • Updated:September 14, 2019 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ গুলির লড়াইয়ে কেঁপে উঠল ছত্তিশগড়। শুক্রবার, নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল সংঘর্ষে নিকেশ হয়েছে ১০ মাওবাদী। ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সংঘর্ষটি ঘটেছে মাও সন্ত্রাসে জর্জরিত রাজ্যটির বিজাপুর জেলার পূজারী কাঁকের এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ওই অঞ্চলে মাওবাদীদের ডেরায় অভিযান চালায় তেলেঙ্গানা ও ছত্তিশগড় পুলিশের একটি যৌথবাহিনী। ঘিরে ফেলা হয় উগ্রপন্থীদের ঘাঁটি। আত্মসমর্পণ করতে বলা হলে গুলি চালাতে শুরু করে তারা। তারপরই পালটা অভিযান চালায় এসটিএফ। শুরু হয় গুলির লড়াই। ওই ঘটনায় মৃত্যু হয় ১০ মাওবাদীর। আহত হয়েছেন এক পুলিশকর্মী।

[মাওবাদী হামলায় ফের রক্তাক্ত ছত্তিশগড়, শহিদ চার পুলিশকর্মী]

ছত্তিশগড় পুলিশের স্পেশ্যাল ডিজি (নকশাল) ডিএম অবস্থি জানান, ওই এলাকায় তেলেঙ্গানা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়েছে। এখনও সংঘর্ষস্থলে মোতায়েন রিয়েছে বিশাল পুলিশ বাহিনী। মাওবাদীদের খোঁজে চলছে ব্যাপক অভিযান। চলতি সপ্তাহের শুরুতেই দান্তেওয়ারা জেলায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। ওই ঘটনায় আহত হন তিন পুলিশকর্মী। এর আগে ফেব্রুয়ারি ১৮-এ সুকমায় মাওবাদীদের সঙ্গে শহিদ হন দুই পুলিশকর্মী।

ভারতে ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে মাও সন্ত্রাস। গত দু’দশকে গোটা দেশে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২,০০০ মানুষ। শহিদ হয়েছেন ২৭০০ জন নিরাপত্তাকর্মী। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। ১২,০০০ নিহতের মধ্যে ৯৩০০ জনই মারা গিয়েছেন পুলিশের গুপ্তচর হিসেবে কাজ করার অপরাধে অথবা যৌথবাহিনী-মাওবাদী গুলির সংঘর্ষে। তবে রিপোর্ট বলছে মাওবাদী হামলা আগের তুলনায় গত তিন বছরে অনেক কমে এসেছে। জানা গিয়েছে, মাওবাদীদের হাতে সেনা জওয়ানদের মৃত্যুর হার ৪২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২৫ শতাংশে।

[পাহাড়ে মোর্চার আন্দোলনকে সমর্থন, নেপালের মাওবাদীদের চিঠি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement