সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের (Lockdown) বিধিনিষেধ না মানতেই হবে। না হলেই জুটবে কড়া শাস্তি সে দেশি হোক বা বিদেশি। ভারতে নিয়ম সকলের জন্যই সমান। তাই লকডাউনের নিয়ম অমান্য করায় উত্তরাখণ্ডে শাস্তিস্বরূপ ৫০০ বার ‘সরি’ (Sorry) লেখার নিদান পেলেন ১০জন বিদেশি পর্যটক। অতিথি বলে যে কোনও ছাড় নেই সেরকথা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন উত্তরাখণ্ড প্রশাসন।
কথায় আছে, ‘অতিথি দেব ভব’। তবে অতিথিদের যদি অবাধ্য হন নিয়ম না মানেন তাহলে কড়া হাতে হাল ধরতে পিছপা হবে না সরকার। এই আপ্তবাক্যই ঠারে ঠারে বুঝিয়ে দিল উত্তরাখণ্ডের পুলিশ। লকডাউনের নিয়ম ভেঙে উত্তরাখণ্ডের তপোবন এলাকায় গঙ্গার হাওয়া খেতে বেরিয়েছিলেন ১০ জন বিদেশি পর্যটক। গঙ্গার ধার ধরে দিব্যি হাঁটছিলেন তাঁরা। ঠিক তখনই লাঠি উঁচিয়ে চিৎকার করে পথ আগলে দাঁড়ান কয়েকজন পুলিশকর্মী। প্রথমে লকডাউনের গুরুত্ব ও নিয়মাবলী বোঝানোর চেষ্টা করা হয় পর্যটকদের। তারপরই বিধি ভাঙার জন্য সাজা দেন পুলিশকর্মীরা। না কঠোর কিছু নয়। গঙ্গার ধারে বসেই কাগজে অন্তত ৫০০ বার পর্যটকদের লিখতে হয়, “আমরা লকডাউনের নিয়ম মানিনি। সেই জন্য খুবই দুঃখিত।” তপোবন থানার উচ্চপদস্থ আধিকারিক জানান, “ওই পর্যটকরা কেউ মার্কিন যুক্তরাষ্ট্র, কেউ অস্ট্রেলিয়া আবার কেউ মেক্সিকোর বাসিন্দা। অনেকদিন ধরেই তাঁরা হৃষিকেশে রয়েছেন। সম্ভবত লকডাউন শুরু হয়ে যাওয়ায় দেশে ফিরে যেতে পারেননি। কিন্তু তাই বলে তাঁদের যত্রতত্র ঘুরে বেড়াবার অনুমতি দেওয়া হবে না। লকডাউনের বিধিনিষেধ স্থানীয়দের জন্য যতটা, ততটাই এ দেশে থাকা বিদেশিদের জন্যও। সেই গুরুত্ব বোঝাতেই তাঁদের ৫০০ বার কাগজে ‘সরি’ লিখতে বলা হয়।”
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট সূত্রে খবর, উত্তরাখণ্ডে এখনও অবধি করোনা আক্রান্তের সংখ্যা ৩৫। মৃত্যুর কোনও খবর নেই। এখানকার লোকজন ভালভাবেই লকডাউনের নিয়ম মেনে চলছেন। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয়দের নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার ছাড় দেওয়া হয়েছে। তবে তারপরে আর বাড়ির বাইরে পা রাখার অনুমতি নেই তাঁদের। হৃষিকেশ বরাবরই বিদেশি পর্যটকদের আকর্ষণের জায়গা। এই সময়েও নানা দেশের অনেক পর্যটকই এখানে আসেন। হৃষিকেশের সব হোটেলগুলিকেই বলে দেওয়া হয়েছে পর্যটকদের লকডাউনের নিয়ম ভাল করে বুঝিয়ে দিতে। এর অন্যথা হলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.