সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনা মহারাষ্ট্রের গোন্ডিয়ায়। এক বাইক চালককে বাঁচাতে গিয়ে উলটে গেল যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনার জেরে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, আহত আরও অনেকে। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে প্রশাসন। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের ভান্ডারা থেকে গোন্ডিয়ার পথে যাচ্ছিল ওই সরকারি বাস। দুপুর সাড়ে ১২টা নাগাদ। হঠাৎ বাসটির সামনে চলে আসে একটি মোটর সাইকেল। বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাস। যার জেরে হাইওয়ের উপর পালটি খেয়ে যায় বাসটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে। জানা গিয়েছে, বাসটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সকলেই কমবেশি আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাথমিকভাবে বাইক চালককে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হলেও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বাস চালককে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। প্রশাসনকে সমস্ত রকম সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.